Sunday, August 24, 2025

দাপটের সঙ্গে নতুন বছর শুরু মোহনবাগানের, হায়দরাবাদকে হারাল ৩-০ গোলে

Date:

নতুন বছর দাপটের সঙ্গে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিল ৩-০ গোলে। বাগানের হয়ে গোল অলড্রেড , জেসন কামিন্স এবং একটি আত্মঘাতি গোল। এই জয়ে ফলে শীর্ষ স্থানে থেকেই পয়েন্টে আরও এগিয়ে জোসে মোলিনার দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট বাগানের।

ম্যাচে এদিন শুরু থেকেই ঝড় তোলে মোহনবাগান। ৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোলিনার দল। লিস্টন কোলাসোর পাস থেকে গোল লক্ষ্য করে শট নেন সাহাল আবদুল সামাদ। শট আটকাতে ব্যর্থ হায়দরাবাদের গোলকিপার। গড়িয়ে গড়িয়ে গোললাইন পেরিয়ে যায় বল। এরপর য্রন আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলের ম্যাচের ৪১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন টম অলড্রেড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্মক খেলতে শুরু করে মোলিনার দল।যার ফলে ম্যাচের ৫১ মিনিটের মাথায় ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে ৩-০ করেন জেসন কামিন্স। বক্সের কোণা থেকে কামিন্সকে পাস বাড়ান জেমি ম্যাকলারেন। উঁচু শট মেরে গোল করতে ভুল করেননি তিনি। এর পর ফের একবার সুযোগ চলে আসে বাগানের সামনে। তবে সেই সহজ সুযোগ হাতছাড়া করেন রডরিগেজ। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোলিনার দল।

এদিকে সবুজ-মেরুন সমর্থকদের জন্য ম্যাচের টিকিট বিনামূল্যে তুলে দেওয়া হয়েছিল । প্রিয় দলের খেলা দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। নানা রঙের টিফোয় যুবভারতী সাজিয়ে তুলেছিলেন তাঁরা। যা নজর কেড়েছে।

আরও পড়ুন- শুরু হয়ে গেল কাউন্ট ডাউন, পড়ে গেল JSW-সিমেন্ট CSJC মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version