Saturday, May 3, 2025

স্বাস্থ্যসাথী কার্ডের বেনিয়মে কড়া পদক্ষেপ রাজ্যের, রেফারেল নিয়ে অসন্তুষ্ট মমতা

Date:

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ আসায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) প্রশ্নের উত্তরে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swarup Nigam) বলেন, ইতিমধ্যেই বেশকিছু চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। কয়েকটি নার্সিংহোম (Nursing Home) বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এখনও তিন শতাংশ রোগীকে রেফার করায় মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এদিন সব দফতরের কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসচিবকে (health secretary) প্রশ্ন করেন, “মেডিক্যালে এখনও রেফারেল (referral) হচ্ছে কেন?” উত্তরে নিগম জানান, আগে ৭ শতাংশ হচ্ছিল, এখন কমে ৩ শতাংশ হচ্ছে। কিন্তু, ৩ শতাংশই বা হবে কেন, সেই প্রশ্ন তোলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মমতার কথায়, “যারা করছে, তাদের বল, কাজ করতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোক।”

রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। জানতে চান সেগুলিতে মনিটরিং হয় কি না? স্বাস্থ্যসচিব জানান, নিয়মিত মনিটরিং হয়। আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এদিন বৈঠকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের দায়িত্ব হাওড়া কর্পোরেশনের থেকে নিয়ে হিডকোকে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related articles

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...
Exit mobile version