Saturday, November 8, 2025

স্বাস্থ্যসাথী কার্ডের বেনিয়মে কড়া পদক্ষেপ রাজ্যের, রেফারেল নিয়ে অসন্তুষ্ট মমতা

Date:

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ আসায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) প্রশ্নের উত্তরে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swarup Nigam) বলেন, ইতিমধ্যেই বেশকিছু চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। কয়েকটি নার্সিংহোম (Nursing Home) বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এখনও তিন শতাংশ রোগীকে রেফার করায় মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এদিন সব দফতরের কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসচিবকে (health secretary) প্রশ্ন করেন, “মেডিক্যালে এখনও রেফারেল (referral) হচ্ছে কেন?” উত্তরে নিগম জানান, আগে ৭ শতাংশ হচ্ছিল, এখন কমে ৩ শতাংশ হচ্ছে। কিন্তু, ৩ শতাংশই বা হবে কেন, সেই প্রশ্ন তোলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মমতার কথায়, “যারা করছে, তাদের বল, কাজ করতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোক।”

রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। জানতে চান সেগুলিতে মনিটরিং হয় কি না? স্বাস্থ্যসচিব জানান, নিয়মিত মনিটরিং হয়। আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এদিন বৈঠকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের দায়িত্ব হাওড়া কর্পোরেশনের থেকে নিয়ে হিডকোকে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version