Sunday, August 24, 2025

সিডনি টেস্টের আগে দল নিয়ে বড় আপডেট গম্ভীরের, শেষ হতে চলেছে কি বিরাট-রোহিতের টেস্ট কেরিয়ার ?

Date:

আগামিকাল থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। সিডনিতে হবে এই টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই টেস্ট গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে। কারণ সিরিজে ২-১ এ পিছিয়ে রোহিত শর্মার দল। এই টেস্ট জিততে সমতা ফেরাতে পারবে টিম ইন্ডিয়া। তবে তার আগে বড় আপডেট দিলেন কোচ গৌতম গম্ভীর। সিডনি টেস্টের সাংবাদিক সম্মেলনে এসে পালাবদলের কথা বললেন তিনি।

বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশলীন দেখে মনে করা হচ্ছে পঞ্চম টেস্টে না খেলতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। আর তারপরই পালাবদলের ইঙ্গিত দিলেন গম্ভীর। আর এই কথা শুনে মনে করা হচ্ছে টেস্ট ক্রিকেটে হয়ত শেষ হতে চলেছে রোহিতের জীবন থেকে। এদিন গম্ভীর বলেন, “একটা কথা পরিষ্কার করে দিতে চাই, যত দিন সাজঘরে সৎ মানুষেরা রয়েছে তত দিন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে থাকবে। যে কোনও পালাবদলের ক্ষেত্রেই সততা গুরুত্বপূর্ণ। সিনিয়রদের বিদায় জানিয়ে তরুণদের দলে আনার মধ্যেই বিষয়টা আটকে নেই। কীভাবে পারফরম্যান্স দিয়ে সাজঘর ঐক্যবদ্ধ রাখতে হয় সেটাও দেখতে হবে।“

এখানেই না থেমে গম্ভীর আরও বলেন, “ শুধু সাপোর্ট স্টাফ নয়, সাংবাদিকদেরও পালাবদলে ভূমিকা নিতে হবে। শুধু সমালোচনা করলে চলবে না। কীভাবে তারা সমস্যা থেকে বেরোবে সেটাও দেখতে হবে। পালাবদল শুধু আমাদের নয়, গোটা দেশের হয়। ভারতীয় ক্রিকেট একটা উত্তেজক সময়ের সামনে দাঁড়িয়ে। কিছু তরুণ জোরে বোলার দলে এসেছে। ব্যাটারেরা এসেছে এবং ভাল খেলেছে। যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি বা ওয়াশিংটন সুন্দরকে দেখুন। তা হলেই বুঝবেন। আকাশ দীপও ভাল খেলেছে।“

আর গম্ভীরের এই কথাই মনে করা হচ্ছে পালাবদল বলতে বিরাট কোহলি-রোহিত শর্মার কথাই উল্লেখ করেছেন গম্ভীর। কারণ চলতি বর্ডার-গাভাস্কড় ট্রফিতে একেইবারেই ফর্মে নেই রোহিত। ব্যাট হাতে ব্যর্থ তিনি। অপরদিকে পারথ টেস্টে শতরান করলেও , ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্নে রান পাননি বিরাট।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version