Wednesday, August 27, 2025

স্বাস্থ্যসাথী কার্ডের বেনিয়মে কড়া পদক্ষেপ রাজ্যের, রেফারেল নিয়ে অসন্তুষ্ট মমতা

Date:

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ আসায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার, নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) প্রশ্নের উত্তরে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swarup Nigam) বলেন, ইতিমধ্যেই বেশকিছু চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। কয়েকটি নার্সিংহোম (Nursing Home) বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতাল এখনও তিন শতাংশ রোগীকে রেফার করায় মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

এদিন সব দফতরের কাজের খতিয়ান নেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসচিবকে (health secretary) প্রশ্ন করেন, “মেডিক্যালে এখনও রেফারেল (referral) হচ্ছে কেন?” উত্তরে নিগম জানান, আগে ৭ শতাংশ হচ্ছিল, এখন কমে ৩ শতাংশ হচ্ছে। কিন্তু, ৩ শতাংশই বা হবে কেন, সেই প্রশ্ন তোলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। ক্ষুব্ধ মমতার কথায়, “যারা করছে, তাদের বল, কাজ করতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোক।”

রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। জানতে চান সেগুলিতে মনিটরিং হয় কি না? স্বাস্থ্যসচিব জানান, নিয়মিত মনিটরিং হয়। আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

এদিন বৈঠকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের দায়িত্ব হাওড়া কর্পোরেশনের থেকে নিয়ে হিডকোকে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version