Wednesday, December 31, 2025

দাপটের সঙ্গে নতুন বছর শুরু মোহনবাগানের, হায়দরাবাদকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

নতুন বছর দাপটের সঙ্গে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিল ৩-০ গোলে। বাগানের হয়ে গোল অলড্রেড , জেসন কামিন্স এবং একটি আত্মঘাতি গোল। এই জয়ে ফলে শীর্ষ স্থানে থেকেই পয়েন্টে আরও এগিয়ে জোসে মোলিনার দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট বাগানের।

ম্যাচে এদিন শুরু থেকেই ঝড় তোলে মোহনবাগান। ৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোলিনার দল। লিস্টন কোলাসোর পাস থেকে গোল লক্ষ্য করে শট নেন সাহাল আবদুল সামাদ। শট আটকাতে ব্যর্থ হায়দরাবাদের গোলকিপার। গড়িয়ে গড়িয়ে গোললাইন পেরিয়ে যায় বল। এরপর য্রন আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলের ম্যাচের ৪১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন টম অলড্রেড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্মক খেলতে শুরু করে মোলিনার দল।যার ফলে ম্যাচের ৫১ মিনিটের মাথায় ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে ৩-০ করেন জেসন কামিন্স। বক্সের কোণা থেকে কামিন্সকে পাস বাড়ান জেমি ম্যাকলারেন। উঁচু শট মেরে গোল করতে ভুল করেননি তিনি। এর পর ফের একবার সুযোগ চলে আসে বাগানের সামনে। তবে সেই সহজ সুযোগ হাতছাড়া করেন রডরিগেজ। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোলিনার দল।

এদিকে সবুজ-মেরুন সমর্থকদের জন্য ম্যাচের টিকিট বিনামূল্যে তুলে দেওয়া হয়েছিল । প্রিয় দলের খেলা দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। নানা রঙের টিফোয় যুবভারতী সাজিয়ে তুলেছিলেন তাঁরা। যা নজর কেড়েছে।

আরও পড়ুন- শুরু হয়ে গেল কাউন্ট ডাউন, পড়ে গেল JSW-সিমেন্ট CSJC মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি

spot_img

Related articles

আঙুল নামান, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠেল অভিষেক

“আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” দিল্লিতে (Delhi) জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

২০২৫: বছরজুড়ে ভাইরাল যাঁরা, বছর শেষে কোথায় তাঁরা!

ডিজিটাল যুগে ভাইরাল হওয়া এখন আর শুধু তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। ২০২৫ শেষ হতে আর মাত্র কয়েকটা ঘণ্টার...

BSL নিয়ে অহেতুক কুৎসা, সৌরভের ভিত্তিহীন অভিযোগ নিয়ে কড়া জবাব শ্রাচির

ভারতীয় ফুটবলের সংকটের সময়ের আলোর দিশা দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। সারা দেশে যেখানে ফুটবল স্তব্দ...

জনবিচ্ছিন্ন কর্মীরা: কলকাতার বৈঠকে বিধায়কদের মাঠে নামার নির্দেশে চাঙ্গা করার চেষ্টা শাহর

দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় থাবা বসানো লক্ষ্য বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে তাই বিশেষভাবে কলকাতার নেতাদের সঙ্গে একের পর...