Thursday, August 21, 2025

দাপটের সঙ্গে নতুন বছর শুরু মোহনবাগানের, হায়দরাবাদকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

নতুন বছর দাপটের সঙ্গে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিল ৩-০ গোলে। বাগানের হয়ে গোল অলড্রেড , জেসন কামিন্স এবং একটি আত্মঘাতি গোল। এই জয়ে ফলে শীর্ষ স্থানে থেকেই পয়েন্টে আরও এগিয়ে জোসে মোলিনার দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট বাগানের।

ম্যাচে এদিন শুরু থেকেই ঝড় তোলে মোহনবাগান। ৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোলিনার দল। লিস্টন কোলাসোর পাস থেকে গোল লক্ষ্য করে শট নেন সাহাল আবদুল সামাদ। শট আটকাতে ব্যর্থ হায়দরাবাদের গোলকিপার। গড়িয়ে গড়িয়ে গোললাইন পেরিয়ে যায় বল। এরপর য্রন আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলের ম্যাচের ৪১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে দ্বিতীয় গোলটি করেন টম অলড্রেড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্মক খেলতে শুরু করে মোলিনার দল।যার ফলে ম্যাচের ৫১ মিনিটের মাথায় ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে ৩-০ করেন জেসন কামিন্স। বক্সের কোণা থেকে কামিন্সকে পাস বাড়ান জেমি ম্যাকলারেন। উঁচু শট মেরে গোল করতে ভুল করেননি তিনি। এর পর ফের একবার সুযোগ চলে আসে বাগানের সামনে। তবে সেই সহজ সুযোগ হাতছাড়া করেন রডরিগেজ। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোলিনার দল।

এদিকে সবুজ-মেরুন সমর্থকদের জন্য ম্যাচের টিকিট বিনামূল্যে তুলে দেওয়া হয়েছিল । প্রিয় দলের খেলা দেখতে যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। নানা রঙের টিফোয় যুবভারতী সাজিয়ে তুলেছিলেন তাঁরা। যা নজর কেড়েছে।

আরও পড়ুন- শুরু হয়ে গেল কাউন্ট ডাউন, পড়ে গেল JSW-সিমেন্ট CSJC মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...