সেবাশ্রয়: উদ্বোধন করে ঘুরে দেখলেন স্বয়ং সাংসদ অভিষেক

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন হয়েছে

কথা দিয়ে কথা রাখার নামই অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে শুরু হল ‘সেবাশ্রয়’ শিবির। এসডিও মাঠে গিয়ে উদ্বোধন করলেন খোদ সাংসদ।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যশিবিরের আয়োজন হয়েছে। আজ উদ্বোধনের পর স্বাস্থ্য শিবিরে কী কী পরিকাঠামো রয়েছে, তা বিশদে দেখেন সাংসদ। নিজেই গোটা স্বাস্থ্য শিবিরের ভিতরের জায়গা ঘুরে দেখলেন। ক্যাম্পের দায়িত্বে থাকা সদস্যদের কাছ থেকে প্রতিটি বিষয় নিয়ে খুটিয়ে খুটিয়ে প্রশ্ন করেন করেন। কখন, কোন চিকিৎসক বসবেন, কীভাবে রোগীদের চিকিৎসা চলবে, স্বাস্থ্যশিবিরের কোন অংশের কী কাজ, তাও জেনে নেন অভিষেক।

সেবাশ্রয়- নামে এই স্বাস্থ্য শিবির তাঁর লোকসভার অধীনে থাকা বিধানসভাগুলিতে ধাপে ধাপে হবে। প্রথমে এই ক্যাম্প শুরু হয়েছে ডায়মন্ড হারবার বিধানসভায়। ২ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ওই বিধানসভায় ৪১টি জায়গায় এই ক্যাম্প করা হবে। এই দিনগুলিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে হেলথ ক্যাম্প। এর পরে ধাপে ধাপে বাকি ৬টি বিধানসভা এলাকাতেও এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। কমপক্ষে ১২০০ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়ে ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি।

কোথায় কোথায় চলবে?
সংগ্রামপুর প্রাইমারি স্কুল মাঠ, নারায়ণপুর এফপি স্কুল মাঠ, মশাট মহাশক্তি এফপি স্কুল মাঠ, সিংহবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠ, নুরপুর হাইমাদ্রাসা মাঠ, খাজেরপোল হাসপাতাল মাঠ, দেওয়ানতলা হাসপাতাল মাঠ-সহ বিভিন্ন জায়গায় এই হেলথ ক্যাম্প হবে।

মোট পাঁচজন চিকিৎসকের একটি টিমের নেতৃত্বে চলবে এই কর্মসূচি। সঙ্গে আইএমএ-র প্রতিনিধিরাও থাকবেন। চিকিৎসা পরিষেবা পেতে ক্যাম্পে গিয়ে প্রথমে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর চিকিৎসক বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করবেন। চিকিৎসক কোনও টেস্ট প্রেসক্রাইব করলে, সেই পরীক্ষাও এই ক্যাম্পেই হবে। ব্লাড প্রেশার, শুগার, ম্যালেরিয়া, ডেঙ্গি-সহ মোট ছ’রকম টেস্টের ব্যবস্থা থাকছে ‘সেবাশ্রয়’ শিবিরেই। চিকিৎসক যেসব ওষুধ দেবেন, তাও ওই ক্যাম্প থেকেই বিনামূল্যে দেওয়া হবে।