যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে হামলাকারীর কাছে ছিল আইএসের পতাকা, মৃত বেড়ে ১৫

ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দেন ঘাতক

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুষ্কৃতী হামলা ঘটেছিল যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে। ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দেন ঘাতক। পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। পরে পুলিশের গুলিতেই মারা যান ওই ঘাতক।

জানা গিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ–দীন জব্বার (৪২)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা।
শামসুদ-দীন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ হামলার পেছনে তিনি একাই ছিলেন, এমনটি মনে করছে না এফবিআই।

নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় নিউ অরলিন্স শহরের বুরবোন স্ট্রিট। স্থানীয় সময় বুধবার রাত সোয়া তিনটায় বর্ষবরণের আনন্দ–উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে। হামলাকারীও নিহত হয়েছেন।

দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দাদের একাংশ। কারণ, ঘাতক যে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন, সেই গাড়ি থেকেই মিলেছে আইএসের পতাকা।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিন্দা করে জানিয়েছেন, হামলার আগে আততায়ী সমাজমাধ্যমে যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, সেটি এফবিআইয়ের গোয়েন্দারা খুঁজে পেয়েছেন। সেই ভিডিয়োয় আততায়ীকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।