Wednesday, July 9, 2025

জঙ্গি হামলায় মৃতদের পরিবারের সঙ্গে কথা শাহের, সুরক্ষায় ব্যর্থ হয়ে কী সাফাই গাইলেন

Date:

পর্যটকরা জম্মু-কাশ্মীরে ঘুরতে এসেছিলেন দেশ-বিদেশ থেকে। আচমকাই রিসোর্টে জঙ্গিহানা। ঝাঁঝড়া হয়ে গিয়েছেন পর্যটকরা। ৩৭০ ধারা রদ করেও কাশ্মীরে সুরক্ষায় ব্যর্থ দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক। এখন সেই স্বরাষ্ট্রমন্ত্রীই শ্রীনগরে গিয়েছেন জঙ্গি হানায় নিহত পর্যটক ও অন্যান্যদের পরিবারের সঙ্গে কথা বলতে। কী বলবেন তিনি? এই শোচনীয় ব্যর্থতার কী সাফাই দেবেন? সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা।

বুধবার শ্রীনগরে পৌঁছে অমিত শাহ মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আশ্বাস দেন মৃতদের পরিবারের পাশে থাকার। কিন্তু এটুকুই কি সব? কেন ব্যর্থ হল তার পুলিশ, সীমান্ত রক্ষী ও অন্যান্য সুরক্ষা বাহিনী? জবাব আছে শাহের কাছে? শ্রীনগর থেকে তিনি আবার পহেলগাঁওয়ের (Pahalgam attack) রিসর্ট পরিদর্শনে যাবেন এদিন।
শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে রাখা রয়েছে হামলায় নিহত পর্যটকদের দেহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে এসে মৃতদের কফিনবন্দি দেহে শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরই এক এক করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিহত প্রিয়জনের দেহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা-সহ শীর্ষ আধিকারিকরা শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। সেখানে মৃতদের গার্ড অফ অনার দেওয়া হয়।

আরও পড়ুন-শ্রীনগর বিমানবন্দরে পৌঁছল নিহতদের কফিন

মঙ্গলবার অতর্কিতে পহেলগাঁওয়ের (Pahalgam attack) রিসটে জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি গুরুতর অবস্থায়। পুলওয়ামার পর ভারতের বুকে এত বড় জঙ্গি হামলা ঘটেনি। পুলওয়ামার পর মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের রিসর্টে পর্যটকদের উপর লস্কর জঙ্গিরা যেভাবে হামলা চালিয়েছে, তা নাড়িয়ে গিয়েছে দেশের সুরক্ষা ব্যবস্থাকে। পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে কিভাবে এত সংখ্যক জঙ্গি ঢুকে পড়ল, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এই দায় কোনওভাবেই এড়াতে পারে না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেনার পোশাকে দেশে ঢুকে ৪০ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিয়ে গেল পর্যটকদের, তার টেরই পেল না কেন্দ্রের পুলিশ প্রশাসন। হামলার দায় স্বীকার করে লস্করের দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট রীতিমতো চ্যালেঞ্জ খুলে দিয়েছে কেন্দ্রকে। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কি সাফাই দেন সেটাই দেখার।

Related articles

এজবাস্টনে ভালো খেলার ফল, এবার ICC ক্রমতালিকায় বড় লাফ গিল-আকাশদীপের!

বার্মিংহামে ইতিহাস তৈরি করে ইংল্যান্ডকে হারানোর পর টিম ইন্ডিয়ার পাখির চোখ লর্ডসের মাঠ (Ind vs Eng Match)। বৃহস্পতিবার...

নীতি আয়োগের মানচিত্রে বাংলার সম্মানহানি! চিঠিতে অভিযোগ মুখ্যমন্ত্রীর

সরকারি নথিতে বাংলাকে ভুল উপস্থাপনায় বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। তবে নীতি আয়োগের (NITI Aayog) মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার...

দাদাগিরি! ট্রপিকাল মেডিসিনে শাশুড়িকে দেখাতে গিয়ে কাঞ্চনের বিরুদ্ধে চিকিৎসক নিগ্রহের অভিযোগ

ফের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। অভিযোগ, বুধবার কলকাতার ট্রপিকাল মেডিসিনে (Institute Of Tropical Medicine) শাশুড়িকে নিয়ে...

তিরন্দাজির বিশ্বকাপে মিক্সড টিম ইভেন্টে বিশ্বরেকর্ড ভারতের ঋষভ-জ্যোতির

একবার দুবার নয়, ৭০ বার ‘বুল্‌স আই’ টার্গেট তরুণ দুই ভারতীয় তীরন্দাজ ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নামের...
Exit mobile version