Friday, August 22, 2025

অভিষেকেই চমক মার্লিন গ্রুপের(Merlin Group)। স্টেট ফুটবল লিগে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-কে হারাল মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়ন(Club Pavilion)। এবারই প্রথম আইএফএ আয়োজিত স্টেট ইউথ লিগে নেমেছে ক্লাব প্যাভিলিয়ন। সেখানে অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ বিভাগে খেলছে তারা। এদিন অনুর্ধ্ব-১৩ বিভাগের ম্যাচে অ্যাডামাস ইউনিভার্সিটি এসএ-র বিরুদ্ধে নেমেছিল ক্লাব প্যাভিলিয়ন। সেখানেই ২-১ গোলে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় তুলে নিল মার্লিন গ্রুপের এই দলটি।

বাংলা থেকে আরও প্রতিভা তুলে আনার জন্যই মার্লিনের এবার ফুটবলের ময়দানে প্রবেশ। সেখানে শুরুটা কিন্তু বেশ চমক দিয়েই করল মার্লিন গ্রুপের(Merlin Group) দল ক্লাব প্যাভিলিয়ন। মার্লিন রাইজের মাঠেই নিজেদের ম্যাচ গুলে খেলবে ক্লাব প্যাভিলিয়ন। আইএফএর(IFA) প্রথম প্রতিযোগিতাতেই জয় দিয়ে শুরু করাটা যে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা জানান, “স্টেট ফুটবল লিগের কিছু ম্যাচ আমাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে আয়োজন করতে পারা এবং সম্মানজনক স্টেট ইয়ুথ লিগে অংশগ্রহণ করা আমাদের জন্য এক অন্যতম সুযোগ। রোনালদিনহো – আর টেন (R10) ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা মার্লিন প্যাভিলিয়ন ক্লাবের দলের হয়ে খেলছে। এই লিগে খেলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়বে। আমরা আশা করি আমাদের ছাত্ররা ভবিষ্যতে আইএফএ -IFA-র অন্যান্য লিগ ও চ্যাম্পিয়নশিপে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। বাংলার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এবং জাতীয় স্তরে রাজ্যের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে আমরা মার্লিন রাইজ – দ্য স্পোর্টস রিপাবলিক – গড়ে তুলেছি। আমি মনে করি, এখানে প্রতিভার কোনো অভাব নেই। আমাদের যুবরাজ সিং সেন্টার ফর এক্সেলেন্সের ক্রিকেট দলও সম্প্রতি সিএবি – CAB ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।”

শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেটেও নিজেদের দল নামিয়েছে মার্লিন গ্রুপ(Merlin Group)। ক্রীড়াক্ষেত্র থেকে আরও নতুন নতুন প্রতিভা তুলে আনাই এখন তাদের প্রধান লক্ষ্য।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version