Thursday, November 13, 2025

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে হামলাকারীর কাছে ছিল আইএসের পতাকা, মৃত বেড়ে ১৫

Date:

Share post:

নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ দুষ্কৃতী হামলা ঘটেছিল যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স শহরে। ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিষে দেন ঘাতক। পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। পরে পুলিশের গুলিতেই মারা যান ওই ঘাতক।

জানা গিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ–দীন জব্বার (৪২)। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা।
শামসুদ-দীন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এ হামলার পেছনে তিনি একাই ছিলেন, এমনটি মনে করছে না এফবিআই।

নাইট লাইফের জন্য পর্যটকদের কাছে আকর্ষণীয় নিউ অরলিন্স শহরের বুরবোন স্ট্রিট। স্থানীয় সময় বুধবার রাত সোয়া তিনটায় বর্ষবরণের আনন্দ–উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের ওপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালান। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে। হামলাকারীও নিহত হয়েছেন।

দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দাদের একাংশ। কারণ, ঘাতক যে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন, সেই গাড়ি থেকেই মিলেছে আইএসের পতাকা।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিন্দা করে জানিয়েছেন, হামলার আগে আততায়ী সমাজমাধ্যমে যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, সেটি এফবিআইয়ের গোয়েন্দারা খুঁজে পেয়েছেন। সেই ভিডিয়োয় আততায়ীকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...