Tuesday, November 11, 2025

আগামিকাল বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্টে নামছে ভারত-অস্ট্রেলিয়া । সিডনিতে মুখোমুখি হবে দুদল । তবে তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার না খেলা নিয়ে উঠছে নানা জল্পনা । চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে নেই রোহিত । তারপরই রোহিতের টেস্ট থেকে অবসরের জল্পনা ওঠে । আর সেই আঁচ যেন এদিন পড়ল ভারতীয় সাংবাদিক সম্মেলনে ।

এদিন ভারতের সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার না এসে আসেন গৌতম গম্ভীর । আর এরপরই এক সাংবাদিক গম্ভীরকে প্রশ্ন করেছিলেন, কেন অধিনায়ক টেস্টের আগের দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হননি। এটি কি টেস্ট ক্রিকেটের ঐতিহ্যের অংশ নয়? এর উত্তরে গম্ভীর বলেন, “রোহিত নিয়ে সব কিছু ঠিক আছে। আমি মনে করি না এটি কোনও ঐতিহ্যের অংশ। হেড কোচ এখানে আছেন, এটিই যথেষ্ট। আমি উইকেট দেখে আগামীকাল একাদশ চূড়ান্ত করব।” এরপরই গম্ভীরকে প্রশ্ন করা হয় , সিডনি টেস্টে কি খেলবেন রোহিত? এই নিয়ে ভারতীয় দলের হেডস্যার বলেন, “আমি আগেই বলেছি, উইকেট দেখে একাদশ ঘোষণা করা হবে।” পুনরায় এই নিয়ে গম্ভীর যোগ করেন, “উত্তর একই রকম থাকবে।”

চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে নেই রহিতি। এখনও পর্যন্ত রোহিত তিনটি টেস্টে মিলিয়ে মাত্র করেছেন ৩১ রান। কখনও মিডল অর্ডারে, কখনও ওপেনিং স্লটে ব্যাটিং করেছেন তিনি। এছাড়াও, মাঠে তার নেওয়া সিদ্ধান্তগুলিকে অনেক সময়ই নড়বড়ে বলে মনে হয়েছে, যা দলের ক্ষতি করেছে। এই সমস্ত কারণ বিবেচনা করেই সিডনি টেস্টে রোহিতের অংশগ্রহণ অনিশ্চিত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন- বিতর্কের অবসান, খেলরত্ন পাচ্ছেন মানু ভাকের, পুরস্কারে সম্মানিত করা হবে ডি গুকেশ, হরমনপ্রীত, প্রবীণ কুমারকে

 

 

 

 

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version