Saturday, November 8, 2025

বিতর্কের অবসান, খেলরত্ন পাচ্ছেন মানু ভাকের, পুরস্কারে সম্মানিত করা হবে ডি গুকেশ, হরমনপ্রীত, প্রবীণ কুমারকে

Date:

অবশেষে যাবতীয় বিতর্কের অবসান । খেলরত্ন পাচ্ছেন মানু ভাকের। এদিন ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হল, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে অলিম্পিক্সে জোড়া পদক জয়ী তারকা শুটার মানুকে। সেই সঙ্গে এই সম্মান দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, হকি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকে।

২২ বছর বয়সী মানু ভাকের ২০২৪ প্যারিস অলিম্পিক্সে দুটি পদক জিতে ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে একক আসরে এই কৃতিত্ব অর্জন করেন। মানু ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। তবে সম্প্রতি মানুর খেলরত্ন প্রাপকদের তালিকায় নাম না থাকায় ভারতীয় ক্রীড়ামহলে বিপুল বিতর্কের সৃষ্টি হয়। অসামান্য কৃতিত্বের পরেও কেন পাবেন না খেল রত্ন? ওঠে প্রশ্ন! এই নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন মানুর বাবা। তবে মানুর নাম আজ ঘোষণা হওয়ার পর স্বস্তি ফিরল ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে।

এদিকে মানু ভাকের ছাড়া খেলরত্ন পুরস্কার পাচ্ছেন হরমনপ্রীত সিং। প্যারিস অলিম্পিক্সে হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় হকি দল টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক অর্জন করেছে। খেলরত্ন পুরস্কার পাচ্ছেন, ডি গুকেশ। ১৮ বছর বয়সী ডি গুকেশ ইতিহাস সৃষ্টি করে দাবার সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হন এবং গত বছর ভারতীয় দলকে দাবা অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিততে সহায়তা করেন। চতুর্থ পুরস্কার প্রাপক হলেন প্যারা হাই জাম্পার প্রবীণ কুমার, যিনি প্যারিস প্যারালিম্পিকে টি৬৪ বিভাগে চ্যাম্পিয়ন হন। টি৬৪ বিভাগটি এমন অ্যাথলিটদের জন্য নির্ধারিত, যাদের হাঁটুর নিচে এক বা উভয় পা নেই এবং তারা দৌড়ানোর জন্য কৃত্রিম পায়ের উপর নির্ভর করেন।

এদিন ভারতের ক্রীড়ামন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “পুরস্কার প্রাপকদের ১৭ জানুয়ারি, ২০২৫ (শুক্রবার) সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি তাঁদের সম্মানিত করবেন।

আরও পড়ুন- আজ ঘরের মাঠে বাগানের সামনে হায়দরাবাদ, তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version