Saturday, November 8, 2025

পরিষেবা বাড়াতে পথে নেমে নজরদারি: পরিবহনমন্ত্রীকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

রাস্তায় নেমে যাত্রীদের সমস্যা বুঝতে হবে। পরিবহনের মাধ্যমকে আরও বেশি সচল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নের প্রশাসনিক বৈঠকে রাজ্যের পরিবহন দফতরকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। অফিস যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য নির্দিষ্ট জায়গায় পরিবহন পরিষেবা বাড়ানোর বিষয়ে জোর দেন মমতা। একই সঙ্গে হাসপাতালে আশপাশেই নজর রাখতে পরিবহনমন্ত্রীকে নির্দেশ দেন তিনি।

জেলাশাসক, পুলিশ সুপার, মন্ত্রী, বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে নতুন বছরের প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিভিন্ন দফতরের কাজের পর্যালোচনা করেন তিনি। পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty) মমতা বলেন, “তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার। মানুষ ঠিকমতো যাতায়াত করতে পারছে কি না দেখতে হবে। সারা কলকাতা ঘুরতে হবে।” পরিবহনের মাধ্যমকে আরও বেশি বাড়ানোর বিষয়ে জোর দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি জানান, অফিসাঞ্চলে অফিস টাইমে বেশিক্ষণ পরিবহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে কি না সে বিষয়ে নজর রাখতে হবে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় ভিজিটিং আওয়ারে বেশি সংখ্যর পরিবহনের ব্যবস্থা করতে হবে।

কলকাতার রাস্তায় (Road) যান চলাচলের গতির উপরও বিশেষ নজরদারি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে কলকাতা ট্রাফিক পুলিশকে যান চলাচলের নির্দিষ্ট গতিতে বেঁধে দিতে বলেন মমতা। রাতের বেলাও ট্রাফিক পুলিশকে সতর্ক রাখতে উচ্চ পদস্থ আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিন বৈঠকে মা ফ্লাইওভারের যান চলাচল বন্ধ রাখার বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “পুলিশের কাছে সব থেকে সহজ কাজ কিছু হলেই রাস্তা বন্ধ করে দেওয়া, ভিআইপি কেউ গেলেই দোকানপাট, রাস্তা সব বন্ধ করে দেওয়া হয়। কেন এসব বন্ধ না করে কি করা যায় না?“ অনেক মানুষের আপৎকালীন অবস্থায় রাস্তা বন্ধ থাকলে সমস্যার সৃষ্টি হয়। এই বিষয়গুলিতে জোর দিতে বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version