Friday, July 4, 2025

আজ ঘরের মাঠে বাগানের সামনে হায়দরাবাদ, তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ ঘরের মাঠে বাগানের সামনে হায়দরাবাদ এফসি। যুবভারতীতে আজ সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা। বিনামূল্যে টিকিট রাখা হয়েছে সবুজ-মেরুন সমর্থকদের জন্য। এই মুহুর্তে লিগ টেবিলে শীর্ষে রয়েছে মোহনবাগান। হায়দরাবাদ ম্যাচ জিতে পয়েন্টে এগিয়ে থাকাই লক্ষ্য বাগান কোচ জোসে মোলিনার।

১১ ডিসেম্বর আইএসএলএর ফিরতি ডার্বি হওয়ার কথা। এখনও পর্যন্ত ১১ জানুয়ারি ডার্বির দিন পরিবর্তন হয়নি। তাই হায়দরাবাদ এফসি ম্যাচের পরই ডার্বি খেলতে নামতে হবে মোলিনার দলকে। তাই এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় মোহনবাগান। তবে এই ম্যাচে নামার আগে কিছুটা ব্যাকফুটে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের চোট এখনও পুরোপুরি সারেনি। আশিক কুরুনিয়ান ও আপুইয়াও এই ম্যাচে নেই। এই তিন ফুটবলারই গতকাল রিহ্যাব করেন। তবে আশার কথা, সুস্থ হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথম একাদশে না থাকলেও স্কোয়াডে থাকছেন তিনি। তবে এত বাঁধার মধ্যেও মোলিনার চোখ যে তিন পয়েন্টের লক্ষ্যে সে কথা জানাতে ভুললেন না বাগান কোচ।

এই নিয়ে জোসে মোলিনা বলেন, “ বছরের শেষটা আমরা লিগ টেবলের শীর্ষে থেকে করতে পেরেছি। এই ম্যাচে রক্ষণ মজবুত করে ক্লিনশিট রাখতে হবে আমাদের। সেটপিস মুভমেন্টে আমরা দলগতভাবে ভালো করছি। ভালো খেলছে অ্যালবার্তোও। রক্ষণে দায়িত্ব পালন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ গোল করে দলকে সাহায্য করছে। এভাবেই আমরা দলকে সাহায্য করতে চাই।“ এরপর মোলিনা আরও বলেন, “ দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চাই না। আপাতত হায়দরাবাদ নিয়েই ভাবছি। আশা করি এই ম্যাচে জয় তুলে আনব। চাপ রয়েছে ঠিকই, এই চাপ নিয়েই সব ট্রফিই জিততে চাই। এই জয়ই আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রেরণা ।“

এদিকে পেত্রাতোসের চোট নিয়ে মোলিনা বলেন, “ দিমিত্রি পেত্রাতোস তাঁর চোট থেকে সেরে উঠছেন। আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। আশিকও এখনো সুস্থ হননি, তিনি খেলতে প্রস্তুত নন। মনবীর সিং ফিরছেন। যদিও তিনি গত ৩-৪ দিন অনুশীলন করেননি, আমি তাকে দলের সঙ্গে চাই। তিনি বেঞ্চে থাকবেন।“

আরও পড়ুন- সিডনি টেস্টের আগে দল নিয়ে বড় আপডেট গম্ভীরের, শেষ হতে চলেছে কি বিরাট-রোহিতের টেস্ট কেরিয়ার ?

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version