Saturday, May 3, 2025

আজ ঘরের মাঠে বাগানের সামনে হায়দরাবাদ, তিন পয়েন্ট লক্ষ্য মোলিনার

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ ঘরের মাঠে বাগানের সামনে হায়দরাবাদ এফসি। যুবভারতীতে আজ সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা। বিনামূল্যে টিকিট রাখা হয়েছে সবুজ-মেরুন সমর্থকদের জন্য। এই মুহুর্তে লিগ টেবিলে শীর্ষে রয়েছে মোহনবাগান। হায়দরাবাদ ম্যাচ জিতে পয়েন্টে এগিয়ে থাকাই লক্ষ্য বাগান কোচ জোসে মোলিনার।

১১ ডিসেম্বর আইএসএলএর ফিরতি ডার্বি হওয়ার কথা। এখনও পর্যন্ত ১১ জানুয়ারি ডার্বির দিন পরিবর্তন হয়নি। তাই হায়দরাবাদ এফসি ম্যাচের পরই ডার্বি খেলতে নামতে হবে মোলিনার দলকে। তাই এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় মোহনবাগান। তবে এই ম্যাচে নামার আগে কিছুটা ব্যাকফুটে মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের চোট এখনও পুরোপুরি সারেনি। আশিক কুরুনিয়ান ও আপুইয়াও এই ম্যাচে নেই। এই তিন ফুটবলারই গতকাল রিহ্যাব করেন। তবে আশার কথা, সুস্থ হয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথম একাদশে না থাকলেও স্কোয়াডে থাকছেন তিনি। তবে এত বাঁধার মধ্যেও মোলিনার চোখ যে তিন পয়েন্টের লক্ষ্যে সে কথা জানাতে ভুললেন না বাগান কোচ।

এই নিয়ে জোসে মোলিনা বলেন, “ বছরের শেষটা আমরা লিগ টেবলের শীর্ষে থেকে করতে পেরেছি। এই ম্যাচে রক্ষণ মজবুত করে ক্লিনশিট রাখতে হবে আমাদের। সেটপিস মুভমেন্টে আমরা দলগতভাবে ভালো করছি। ভালো খেলছে অ্যালবার্তোও। রক্ষণে দায়িত্ব পালন করার পাশাপাশি গুরুত্বপূর্ণ গোল করে দলকে সাহায্য করছে। এভাবেই আমরা দলকে সাহায্য করতে চাই।“ এরপর মোলিনা আরও বলেন, “ দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে চাই না। আপাতত হায়দরাবাদ নিয়েই ভাবছি। আশা করি এই ম্যাচে জয় তুলে আনব। চাপ রয়েছে ঠিকই, এই চাপ নিয়েই সব ট্রফিই জিততে চাই। এই জয়ই আগামী দিনে এগিয়ে যাওয়ার প্রেরণা ।“

এদিকে পেত্রাতোসের চোট নিয়ে মোলিনা বলেন, “ দিমিত্রি পেত্রাতোস তাঁর চোট থেকে সেরে উঠছেন। আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে। আশিকও এখনো সুস্থ হননি, তিনি খেলতে প্রস্তুত নন। মনবীর সিং ফিরছেন। যদিও তিনি গত ৩-৪ দিন অনুশীলন করেননি, আমি তাকে দলের সঙ্গে চাই। তিনি বেঞ্চে থাকবেন।“

আরও পড়ুন- সিডনি টেস্টের আগে দল নিয়ে বড় আপডেট গম্ভীরের, শেষ হতে চলেছে কি বিরাট-রোহিতের টেস্ট কেরিয়ার ?

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version