Thursday, November 13, 2025

প্রথম দিনেই বিপুল সাড়া, অভিষেকের ‘সেবাশ্রয়ে’ ঢল নামল মানুষের

Date:

স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দুয়ারে এনে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক ছাতার তলায় সমস্ত স্বাস্থ্য পরিষেবা। অভিষেকে নতুন ভাবনায় উদ্দীপনা ডায়মন্ড হারবার জুড়ে। স্পেশ্যালিস্ট ডাক্তার থেকে ডায়াগনস্টিক সমস্ত পরিষেবা মিলছে সেবাশ্রয়ে। প্রয়োজনে হাসপাতালে রেফারও করা হচ্ছে। বৃহস্পতিবার যে শিবিরের সূচনা করলেন অভিষেক, প্রথম দিনেই তা পরিষেবা দানে কামাল করল।

সেবাশ্রয়ে প্রথম দিনেই পা রেখেছেন ৫৬৮৯ জন মানুষের। ডায়মন্ড হারবার বিধানসভার ৪১টি ক্যাম্পে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ। বিনামূল্যে তাঁরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা করান। স্পেশ্যালিস্ট ডাক্তার দেখানোর সুযোগ ছিল তাঁদের সামনে। প্রথম দিনের হিসেবে, ৩৩৪০ জন রোগীর চিকিৎসা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে ২৬০০ জনকে‌। আর রেফার করা হয়েছে ১৮১ জনকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সেবাশ্রয় উদ্বোধন করে জানিয়েছিলেন, ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির আয়োজিত হবে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে প্রতি ১০ দিন ধরে ৪০-৫০টি শিবির হবে। মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন। দলমত নির্বিশেষে সবাই এই পরিষেবার আওতায় আসতে পারবেন।

প্রতি বিধানসভাতেই ৪০ থেকে ৫০টি শিবিরের আয়োজন হবে। তার মধ্যে অন্তত ১টি মডেল ক্যাম্প থাকবে। ডায়মন্ড হারবারের মতো অন্য বিধানসভাগুলিতেও একই ব্যবস্থা প্রযোজ্য হবে। সাধারণ স্বাস্থ্য শিবিরগুলিতে থাকবে রেজিস্ট্রেশন ও হেল্প ডেস্ক, চিকিৎসকদের জন্য দুইটি নির্ধারিত ঘর, ডাক্তারদের জন্য বিশ্রাম কক্ষ, রোগীদের জন্য অপেক্ষার জায়গা, চিকিৎসার জন্য নির্ধারিত স্থান এবং বিনামূল্যে ওষুধ পাওয়ার জন্য ফার্মেসি। কবে কোথায় শিবির হবে সেই ব্যাপারেও স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version