Saturday, January 31, 2026

কাশ্মীরের নাম হবে বৈদিক মুনির নামে? ইঙ্গিত শাহর! নিন্দায় সরব তৃণমূল

Date:

Share post:

বিজেপি সরকারের নাম বদলের তালিকায় এবার কি কাশ্মীর? এমনই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যে। শাহ ইঙ্গিত দিলেন, আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে।

মোদি জমানায় বিগত দশ বছরে দেশের একাধিক ঐতিহাসিক স্থানের নাম বদলে দেওয়া হয়েছে, জায়গাগুলির সঙ্গে লেগে থাকা মোগল স্মৃতিকে মুছে ইতিহাস বদলে ফেলার লক্ষ্যে৷ এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ বদলেছে অযোধ্যায়, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর, আলিগড় হতে চলেছে হরিগড়। তবে কাশ্মীরের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি রাজ্যের নাম বদল বেশ বিতর্কিত বিষয় হতে পারে। এই তালিকায় নবতম সংযোজন কি জম্মু-কাশ্মীর? প্রশ্ন উঠতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ইঙ্গিতবাহী মন্তব্যে৷

নয়াদিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়, এটা আমরা সবাই জানি৷ এমন হতেই পারে যে বৈদিক যুগের মুনি কাশ্যপের নাম থেকেই কাশ্মীরের নামকরণ করা হয়েছে৷ শাহর এই মন্তব্যের পরেই প্রবল জল্পনা তৈরি হয়েছে দিল্লিতে৷ প্রশ্ন উঠছে তাহলে কি এবার জম্মু-কাশ্মীরের নাম পরিবর্তন করে বৈদিক মুনি কাশ্যপের নামে রাখতে চলেছে বিজেপি। মোদি সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস৷ এই ভাবে ঐতিহাসিক স্থান পরিবর্তনের সরকারি প্রবণতার তীব্র সমালোচনা করে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই বছর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শতবর্ষ৷ তাদের খুশি করার জন্য বিজেপি অনেক কিছুই করতে পারে। শাহও সেই রাস্তায় হাঁটতে পারেন৷ তবে এই ভাবে কাশ্মীরের নাম পরিবর্তন করা হলে আরও একবার কাশ্মীরের মানুষের স্বাভিমানে আঘাত লাগবে, তারা নিজেদের ভারত থেকে বিচ্ছিন্ন মনে করবে৷ সেই ক্ষেত্রে কাশ্মীর সহ গোটা দেশে অশান্তি দেখা দিতে পারে৷

আরও পড়ুন- চোখের জলে বিদায় কাউন্সিলর বাবলাকে, শেষ শ্রদ্ধা ফিরহাদ-গৌতমদের

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...