Saturday, November 8, 2025

১) নতুন বছর দাপটের সঙ্গে শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিল ৩-০ গোলে। বাগানের হয়ে গোল অলড্রেড , জেসন কামিন্স এবং একটি আত্মঘাতি গোল। এই জয়ে ফলে শীর্ষ স্থানে থেকেই পয়েন্টে আরও এগিয়ে জোসে মোলিনার দল। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট বাগানের।

২) অবশেষে ২০২৪-এর শেষদিনে ট্রফির খরা কাটিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। কোচ সঞ্জয় সেনের হাত ধরে বাংলায় ফের ঢুকল সন্তোষ ট্রফি। এই জয়ের ফলে ৩৩ বার সন্তোষ ট্রফি জয় বাংলার। রাজ্যকে গর্বিত করেছেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিরা। আর বছরেই শুরু তাদের জন্য বড় পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রত্যেক ফুটবলারকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি।

৩) অবশেষে যাবতীয় বিতর্কের অবসান । খেলরত্ন পাচ্ছেন মানু ভাকের। এদিন ক্রীড়ামন্ত্রকের তরফে জানানো হল, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে অলিম্পিক্সে জোড়া পদক জয়ী তারকা শুটার মানুকে। সেই সঙ্গে এই সম্মান দেওয়া হবে বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, হকি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকে।

৪) বৃহস্পতিবার পড়ে গেল জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবলের ঢাকে কাঠি। এ দিন বিকেলে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব (সিএসজেসির) ক্লাব তাঁবুতে হয়ে গেল মিডিয়া ফুটবলের লটারি। প্রিন্ট-ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে বহু টিম অংশ নিয়েছে। আগামি ৫ এবং ৬ জানুয়ারি দুদিন ধরে ক্লাবের মাঠে হবে এই টুর্নামেন্ট। ম্যাচের দু’দিনই মাঠে উপস্থিত থাকবেন তারকা খেলোয়াড়রা।

৫) দেশের হয়ে খেলা কি মিস করেন ধোনি? এই প্রশ্নের জবাব দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।মাহি জানিয়েছেন, আবেগর বশে কোনও সিদ্ধান্ত তিনি নেননি। ভাবনাচিন্তা করেই অবসর নিয়েছিলেন।

আরও পড়ুন- দাপটের সঙ্গে নতুন বছর শুরু মোহনবাগানের, হায়দরাবাদকে হারাল ৩-০ গোলে

 

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version