Friday, November 14, 2025

বর্ডার-গাভাস্কর ট্রফির পর বিরাট-জাদেজার সঙ্গে আলোচনায় বসতে চলেছেন প্রধান নির্বাচক অজিত আগারকার : সূত্র

Date:

আজ থেকে শুরু হয়েছে সিডনিতে বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্ট। তবে সিডনি টেস্টে নেই রোহিত শর্মা। বৃহস্পতিবার যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্যি হয় শুক্রবার। প্রথম একাদশে রাখা হয়নি রোহিতকে। আর সূত্রের খবর এটাই রোহিতের জীবনে এটাই শেষ টেস্ট। এছাড়াও জানা যাচ্ছে, দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রোহিত। আর জল্পনার মধ্যে উঠে এল বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার নাম। সূত্রের খবর, বর্ডার-গাভাস্কর ট্রফির পর জাতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার বসবেন বিরাট কোহলি এবং জাদেজার সঙ্গে। বুঝিয়ে দেওয়া হবে টেস্ট ক্রিকেটে এবার জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দিতে চাইছেন নির্বাচকরা।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে পারথ টেস্টে শতরান করলেও, ব্রিসবেন, অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনি টেস্টের প্রথম ইনিংসেও রান পাননি বিরাট। শুধু তাই নয়, শেষ ১৫টি টেস্ট ইনিংসে বিরাট করেছেন অপরাজিত ২৯, শূন্য, ৭০, ১, ১৭, ৪, ১, ৫, অপরাজিত ১০০, ৭, ১১, ৩, ৩৬, ৫ এবং ১৭। অপরদিকে জাদেজার পরিসংখ্যান ঠিক এরকম। শেষ ১৫টি টেস্ট ইনিংসে তিনি করেছেন ১২, ৪, ১৫, ৮৬, ৮, শূন্য, ৫, ৩৮, ৪২, ১৪, ৬, ৭৭, ১৭, ২ এবং ২৬। বল হাতেও আগের মতো ভরসা দিতে পারছেন না জাড্ডু। রোহিতের মতো কোহলি এবং জাদেজাও ৫০ রানের গণ্ডিও টপকাতে পারছেন না। আর তাই এই দুই ক্রিকেটারের ফর্ম ভাবাচ্ছে।

সূত্রের খবর, বর্ডার-গাভাস্কর ট্রফির পর কোহলি এবং জাদেজার সঙ্গে কথা বলবেন আগারকার। এই দুই ক্রিকেটারকে নির্বাচকদের পরিকল্পনা পরিষ্কার করে দেওয়া হবে। বলা হবে, টেস্ট দলে এবার জুনিয়র ক্রিকেটারদের নিয়মিত সুযোগ দিতে চাইছেন তাঁরা। আর তাতেই পরিস্কার রোহিতের মতন বিরাট-জাদেজারও টেস্ট ক্রিকেটে পরতে চলেছে ইতি।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নতুন নেতা খোঁজা শুরু বোর্ডের, টেস্টের পর কি একদিনের ক্রিকেট থেকেও যাচ্ছে রোহিতের নেতৃত্ব ?

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version