Wednesday, August 27, 2025

মাধ্যমিক পরীক্ষা নিয়ে সব স্কুলে ১১ দফা নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের

Date:

সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আবহে এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্কুলে স্কুলে ১১ দফা নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ডের তরফ থেকে বেধে দেওয়া হয়েছে একগুচ্ছ নিয়ম। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘পরীক্ষার দায়িত্ব পালন বলতে কী বোঝায় তা নিয়ে অনেকসময় শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে প্রশ্ন থাকে। তাই সেইসমস্ত বিভ্রান্তি দূর করতে প্রকাশ করা হয়েছে ১১ দফা গাইডলাইন।

কী কী রয়েছে গাইডলাইনে?

১) সমস্ত ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে চেকিং করতে হবে।

২) নজরদারি করতে হবে পরীক্ষা হলে।

৩) পরীক্ষার সময় প্রয়োজন হলে বিভিন্ন

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে হবে।

৪) ঠিক মত উত্তরপত্র প্যাকেটিং হচ্ছে কিনা তা নজর রাখতে হবে।

৫) পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত বৈঠকে যোগ দিতে হবে শিক্ষক- শিক্ষিকাদের।

৬) পরীক্ষা নজরদারির দায়িত্ব পালন করতে হবে।

৭) পরীক্ষার সময়ে অন্য কোনও কাজ করা যাবে না।

৮) প্রয়োজনে প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।

৯) এই নির্দেশ অমান্য হলে শাস্তি মূলক পদক্ষেপ নেবে মধ্যশিক্ষা পর্ষদ।

একনজরে মাধ্যমিক পরীক্ষার রুটিন

চলতি বছর প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version