Monday, November 10, 2025

সিডনিতেও অব্যাহত ভারতের ব্যাটিং ব্যর্থতা, অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া করল ১৮৫ রান

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির পঞ্চম টেস্টেও অব্যাহত ব্যাটিং ব্যর্থতা । এদিন সিডনিতে পঞ্চম টেস্টে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া । সেখানে প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান করল ভারতীয় দল । এদিনও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, কে এল রাহুল কিনবা শুভমন গিল । তবে লড়াই চালান ঋষভ পন্থ । রোহত শর্মাকে ছাড়াই দল সাজায় টিম ম্যানেজমেন্ট । পঞ্চম টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরাহ ।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক যশপ্রীত বুমরাহ। প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া । ১০ রানে আউট হন যশস্বী । ৪ রানে আউট হন রাহুল । পঞ্চম টেস্টে রোহিত শর্মার জায়গায় দলে আসেন শুভমন গিল । তবে গিলও এসে কিছু কোন রং বদলাতে পারেনি । ২০ রানে আউট হন তিনি । ১৭ রান করেন বিরাট কোহলি । ৪০ রান করেন পন্থ । গত ম্যাচে যে ভাবে উইকেট দিয়েছিলেন, প্রায় একই ভাবে আবার আউট হন পন্থ। মিড অনে ক্যাচ দেন তিনি। ম্যাচের পরিস্থিতি না বুঝে শট খেলেন পন্থ। বিপদে ফেলেন দলকে। ২৬ রান করেন রবীন্দ্র জাদেজা । মেলবোর্নে শতরান করা নীতিশ রেড্ডি এদিন ব্যাট হাতে ব্যর্থ । শূন্যরান করেন তিনি । ১৪ রান করেন ওয়াশিংটন সুন্দর । ২২ রান করেন বুমরাহ । অজিদের হয়ে ৪ উইকেট স্কট বোলান্ডের । ৩ উইকেট নেন মিচেল স্টার্ক । দুটি উইকেট প্যাট কামিন্সের । একটি উইকেট নাথান লিয়নের ।

অবশেষে এদিন জল্পনাই সত্যি হয় । বৃহস্পতিবার যে খবর ছড়িয়ে পড়েছিল, তা সত্যি হল শুক্রবার। প্রথম একাদশে রাখা হয়নি রোহিতকে। কেন সিডনি টেস্টে নেই রোহিত । মুখ খুললেন পঞ্চম টেস্টের অধিনায়ক যশপ্রীত বুমরাহ । এদিন টস জিতে দল নিয়ে বলতে গিয়ে বুমরাহ বলেন, “আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভাল হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।” তবে রোহিত নিজেকে বসান বা দল তাঁকে বিশ্রামে পাঠাক, একটা বিষয় স্পষ্ট, তিনি ফর্মে নেই। তবে শুধু রোহিত নন, ফর্ম যে গোটা টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনে নেই, সেটা সিডনি টেস্টে আবার প্রমাণিত ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

 

 

spot_img

Related articles

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...