Sunday, November 16, 2025

মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা চিহ্নিত, পরিবারের সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত!

Date:

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh ) স্মৃতিসৌধ কোথায় তৈরি হবে তা নিয়ে বিগত কয়েকদিনে কংগ্রেসের লাগাতার আক্রমণের জেরে অবশেষে কাজে নামলো কেন্দ্রীয় সরকার (Government of India)। প্রাথমিকভাবে তিনটি জায়গা বেছে নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রক (Department of Union Ministry) সূত্রে খবর। বর্ষীয়ান অর্থনীতিবিদের পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২৬ ডিসেম্বর ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণের পর থেকেই তাঁর শেষকৃত্য ও স্মৃতিসৌধ তৈরি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এই ইস্যুতে NDA সমর্থিত সরকারকে লাগাতার চাপে ফেলে রাখছে কংগ্রেসসহ বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক এবং সিপিডব্লুডি (CPWD)-র বৈঠকে তিনটি জায়গা চিহ্নিত করা হয়েছে। একতা স্থল, বিজয় ঘাট এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থলের মধ্যে যেকোনও একটা জায়গায় সৌধ তৈরি করা হতে পারে। এক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। সৌধ নির্মাণের ট্রাস্টি বোর্ডে কারা থাকবেন, তা ঠিক করার এক্তিয়ারও সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হচ্ছে মনমোহনের পরিবারের উপরেই।

তিনটি জায়গার মধ্যে একতা স্থলে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি জৈল সিংয়ের সমাধি। রাজঘাট সংলগ্ন বিজয় ঘাটে দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি তৈরি করা হয়। আর রাষ্ট্রীয় স্মৃতিস্থল দেশের প্রয়াত গুরুত্বপূর্ণ জননেতাদের স্মৃতিসৌধ তৈরির জন্যই বরাদ্দ। সূত্রের খবর, বিজয় ঘাট এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থল সংলগ্ন এলাকার মধ্যেই কোন একটিকে চূড়ান্ত করা হতে পারে।প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়া নিয়েও আলোচনা হচ্ছে কেন্দ্রের শীর্ষস্তরে।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version