Friday, August 22, 2025

কাকদ্বীপের পরে ঘোড়ামারায় বিরল নীল তিমি! বিস্মিত বিশেষজ্ঞরা, সাবধানে ফেরাল বন দফতর

Date:

Share post:

মুড়িগঙ্গা বিশালাকৃতির নীল তিমি (Blue Whale)! দেখা তাজ্জব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল। প্রথমে সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় ওই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। বিরল প্রাণি দেখতে গ্রামবাসীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। পরে প্রায় ১৫ জন মিলে তিমিটিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায়। গায়ে জল লাগতেই আবার নদীতে চলে যায় নীল তিমি (Blue Whale)।

বৃহস্পতিবার কাকদ্বীপের (Kakdwip) শিবকালীনগর এলাকায় একটি খাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই নীল তিমি আর যা দেখার জন্য ভিড় জমান এলাকার মানুষজন। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের আধিকারিকেরা। অতীতে কখনও এই এলাকায় দেখা যায়নি। মুড়িগঙ্গা নদীতে এই বিশালাকৃতির তিমি কোথা থেকে এল তা নিয়েও বিস্তর আলোচনা শুরু হয়েছে। এমনকী এই নদীতে এত বড় প্রাণী দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে। যদিও গ্রামবাসীদের অনুমান, ওই সামুদ্রিক প্রাণীটি অসুস্থ থাকার কারণে উপকূলে চলে এসেছে।

প্রধানত এরা পূর্ব প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এই অংশেই বেশি দেখতে পাওয়া যায়। কোনওভাবেই গঙ্গাসাগর ঘোড়ামারা অথবা কাকদ্বীপে এই নীল তিমি থাকার কথা নয়।

বিশেষজ্ঞদের মতে, নয় ওই নীল তিমিটি দলছুট হয়ে পড়েছে। অথবা লবণাক্ত জলের তারতম্যের কারণে কোনওভাবে সুন্দরবনের এই অংশে ঢুকে এসেছে। অবশেষে গভীর রাতে বনদফতরের আধিকারিক ও কাকদ্বীপ প্রশাসন আধিকারিক পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই তিমি মাছটিকে উদ্ধার করে জালের মধ্যে আটকে জলের মধ্যে দিয়ে লঞ্চে বেঁধে গভীর সমুদ্রে ছাড়ার ব্যবস্থা করেন।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...