হায়দরাবাদকে হারিয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

মোলিনা বলেন, “ অনেক সুযোগ পেয়েছি আমরা। হায়দরাবাদও সুযোগ পেয়েছে।

0
2

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদকে তিন গোলে হারিয়ে বছর শুরু করে সবুজ-মেরুন। আর এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। ম্যাচের পর বলেন, আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে।

মোলিনা বলেন, “ অনেক সুযোগ পেয়েছি আমরা। হায়দরাবাদও সুযোগ পেয়েছে। তবে আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে। আরও গোল করতে পারতাম আমরা। তবে তিন গোলে জেতা মোটেই খারাপ নয়। এভাবেই ক্রমশ আমরা চ্যাম্পিয়নশিপের দিকে এগোব।”

১১ তারিখ ডার্বি নিয়ে এখনও কোন সিদ্ধান্ত না এলেও, বাগান কোচ ঢুকে গিয়েছেন ডার্বির আবহে। তাইতো হায়দরাবাদ ম্যাচের পরই ডার্বির নিয়ে পরিকল্পনা শোনা গেল মোলিনার মুখে। বাগান কোচ বলেন, ” এরপর আমাদের সামনে বড় ম্যাচ। তার আগে বেশ কয়েক দিন ছুটি আছে। সময়টাকে কাজে লাগাতে হবে। সব বিভাগেই উন্নতি করতে হবে। আমরা ভাল দল ঠিকই। কিন্তু নিখুঁত নই। সব জায়গাতেই এখনও উন্নতির সুযোগ আছে। সেরা দল হয়ে উঠতে গেলে সব দিক দিয়েই ক্রমশ উন্নতি করে যেতে হবে।”এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ আশা করি, ৯-১০ দিনের ছুটিতে আমাদের চোট পাওয়া খেলোয়াড়রা সেরে উঠবে। তবে ইস্টবেঙ্গলেরও চোটের তালিকায় অনেকেই আছে। আমাদের খেলোয়াড়দের প্রত্যেককেই সুস্থ করে তুলতে হবে। আশা করি, ডার্বিতে সবাইকেই দলে পাব। কারণ, ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই আমরা।“

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, সিডনিতে প্রথম দিনের শেষে অজিদের রান ১ উইকেট হারিয়ে ৯ , প্রথম ইনিংসে ভারত করে ১৮৫