Wednesday, August 20, 2025

ফের বিপর্যয় সিকিমে! গাড়ি নিয়ে ভেঙে পড়ল এক বছরের বেইলি ব্রিজ

Date:

ফের বিপর্যয়ের মুখে সিকিম। দীর্ঘ সময় বন্ধ থাকার পর কেবলই ছন্দে ফিরছিল উত্তর সিকিম, তার মাঝেই আচমকা বিপর্যয়। নতুন করে লাচুংয়ের একটি ব্রিজ ভেঙে পড়ল শনিবার। এই ব্রিজটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। ছবি তোলা, ব্রিজের উপর সময় কাটানোর জন্য এটি জনপ্রিয় ছিল। আপাতত এটি ভেঙে পড়ায়, এখানে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাতায়াতে তেমন কোনও সমস্যা তৈরি হয়নি। কারণ সেখানে একচটি বিকল্প ব্রিজ রয়েছে। সামান্য ঘুরে ওই পথে যাতায়াত করা যাচ্ছে।

প্রসঙ্গত সিকিমে অতিবৃষ্টির ফলে লোনক হ্রদের সেতু দুর্বল হয়ে পড়ে, লোনাক হ্রদ বিপর্যয়ের ধাক্কা প্রাথমিকভাবে সামলে নিলেও ওই সময় টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল সেতুটি। সেটি এতদিনে ভেঙে পড়ল। সেতুটি মাঝখান থেকে ভেঙে গিয়েছে। সেই সময় একটি ছোট গাড়ি সেতুটি পার হচ্ছিল। গাড়িটি মাঝখানে যেতেই সেতুটি মাঝখান থেকে ভেঙে যায়। যদিও শীতকালে নদীতে জল কম থাকায় আর ব্রিজটি একেবারে ভেঙে টুকরো না হওয়ায় গাড়ির সওয়ারিদের তেমন কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তবে সেতু ভাঙলে পর্যটনে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল।

সিকিম পর্যটনের তরফে একটি নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়েছে, লাচুং গ্রামের সংযোগকারী সেতুটি ভেঙে পড়েছে। তবে ব্যবহারের জন্য একটি বিকল্প সেতু রয়েছে এবং সমস্ত হোটেল পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্বে। মঙ্গন থেকে লাচুং, ইউমথাং এবং জিরো পয়েন্ট রোড সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত।

আরও পড়ুন- বাড়ির আনাচ-কানাচ থেকে বেরোচ্ছে তেল! আজবকাণ্ডে শোরগোল সোনারপুরে

_

_

_

_

_

_

_

_

Related articles

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...
Exit mobile version