Thursday, August 21, 2025

ফের বিপর্যয় সিকিমে! গাড়ি নিয়ে ভেঙে পড়ল এক বছরের বেইলি ব্রিজ

Date:

ফের বিপর্যয়ের মুখে সিকিম। দীর্ঘ সময় বন্ধ থাকার পর কেবলই ছন্দে ফিরছিল উত্তর সিকিম, তার মাঝেই আচমকা বিপর্যয়। নতুন করে লাচুংয়ের একটি ব্রিজ ভেঙে পড়ল শনিবার। এই ব্রিজটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। ছবি তোলা, ব্রিজের উপর সময় কাটানোর জন্য এটি জনপ্রিয় ছিল। আপাতত এটি ভেঙে পড়ায়, এখানে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাতায়াতে তেমন কোনও সমস্যা তৈরি হয়নি। কারণ সেখানে একচটি বিকল্প ব্রিজ রয়েছে। সামান্য ঘুরে ওই পথে যাতায়াত করা যাচ্ছে।

প্রসঙ্গত সিকিমে অতিবৃষ্টির ফলে লোনক হ্রদের সেতু দুর্বল হয়ে পড়ে, লোনাক হ্রদ বিপর্যয়ের ধাক্কা প্রাথমিকভাবে সামলে নিলেও ওই সময় টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল সেতুটি। সেটি এতদিনে ভেঙে পড়ল। সেতুটি মাঝখান থেকে ভেঙে গিয়েছে। সেই সময় একটি ছোট গাড়ি সেতুটি পার হচ্ছিল। গাড়িটি মাঝখানে যেতেই সেতুটি মাঝখান থেকে ভেঙে যায়। যদিও শীতকালে নদীতে জল কম থাকায় আর ব্রিজটি একেবারে ভেঙে টুকরো না হওয়ায় গাড়ির সওয়ারিদের তেমন কোনও ক্ষতি হয়নি। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তবে সেতু ভাঙলে পর্যটনে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল।

সিকিম পর্যটনের তরফে একটি নোটিশ জারি করা হয়। তাতে বলা হয়েছে, লাচুং গ্রামের সংযোগকারী সেতুটি ভেঙে পড়েছে। তবে ব্যবহারের জন্য একটি বিকল্প সেতু রয়েছে এবং সমস্ত হোটেল পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্বে। মঙ্গন থেকে লাচুং, ইউমথাং এবং জিরো পয়েন্ট রোড সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত।

আরও পড়ুন- বাড়ির আনাচ-কানাচ থেকে বেরোচ্ছে তেল! আজবকাণ্ডে শোরগোল সোনারপুরে

_

_

_

_

_

_

_

_

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version