Monday, November 10, 2025

সীমান্ত পেরিয়ে সোজা দিল্লি! ১২ অবৈধ বাংলাদেশী নাগরিক গ্রেফতার

Date:

সীমান্ত রক্ষায় অমিত শাহর বিএসএফ (BSF) কতটা ব্যর্থ তা বারবার সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে সাম্প্রতিককালের অনুপ্রবেশের (infiltration) ঘটনায় প্রমাণিত হয়েছে। এবার খোদ রাজধানীতে গ্রেফতার অবৈধ বাংলাদেশী নাগরিক। এর থেকে প্রমাণিত শুধুমাত্র সীমান্ত রক্ষা নয়, গোটা দেশের গোয়েন্দা নিয়ন্ত্রণেও কতটা ব্যর্থ অমিত শাহর (Amit Shah) দফতর। বিএসএফের ব্যর্থতা নিয়ে ফের তোপ তৃণমূলের।

সম্প্রতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় সচেতন হয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। শুরু হয়েছে জোর তল্লাশি। কীভাবে দিল্লি পর্যন্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীরা (illegal immigrants) ঢুকে পড়ছে তার প্রমাণ মেলে এই তল্লাশিতে। উত্তম নগর মেট্রো স্টেশন (Uttam Nagar Metro) থেকে একসঙ্গে পাঁচ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয় যাদের ভারতে থাকা বা প্রবেশের বৈধ কাগজপত্র ছিল না।

এছাড়াও বিভিন্ন বস্তি এলাকাতেও তল্লাশি চালিয়ে ৫ জন বাংলাদেশীকে আটক করা হয় যাদের ভিসার (Visa) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে বৈধ কাগজ না থাকায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয় রাজধানী শহর থেকে।

এর আগে ত্রিপুরা (Tripura) অসমের (Assam) মতো ডবল ইঞ্জিন রাজ্য থেকে বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতারির পরে এবার দিল্লি (Delhi)। স্বাভাবিকভাবে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, বিএসএফ অমিত শাহের দফতর। কিছুদিন আগে গায়ের জোরে আইন সংশোধন করে সীমানা থেকে ৫০ কিমি নিজেদের এলাকা বাড়ায়। আসল সীমানাই তারা পাহারা দিতে পারছে না। অথচ এটা তখন কিছুই বলা হয়নি। সীমানা তো বাড়ানো হয়েছে। কিন্তু বিএসএফ (BSF) নিজেদের কাজই করতে ব্যর্থ।

Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version