চিকিৎসকের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ! রণক্ষেত্র অন্ডাল, মাথা ফাটল ওসির

ভুল ইনজেকশন দেওয়ার কারণে শিশু মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা অন্ডালের উখড়ায় (Ukhra, Ondal)। ডাক্তারের চেম্বার ভাঙচুর, পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত পুলিশ। ইঁটের আঘাতে জখম এক পুলিশ আধিকারিক। সকালেও থমথমে এলাকা।

শুক্রবার সন্ধ্যায় মাধাইগঞ্জ রোডে এক চিকিৎসকের নিজস্ব চেম্বারে পাণ্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা এলাকার গোবিন্দ বাউরী নামে পাঁচ বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যান অভিভাবক। অভিযোগ, ডাক্তার রাজেশ মাজি (Rajesh Maji) শিশুকে একটি ইনজেকশন দেন যার ফলে বাড়ি ফিরে যাবার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিকেলে ফের তাঁকে চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে অভিযুক্ত ডাক্তার শিশুটিকে ভর্তি করার কথা বলেন। এরপর চিকিৎসা চলাকালীন শিশুর মৃত্যু হয়। খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের লোকেরা। ডাক্তারের চেম্বারে চড়াও হন এলাকাবাসী। ভুল চিকিৎসার কারণেই রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযুক্ত ডাক্তার ততক্ষণে চম্পট দিয়েছেন। তাঁকে না পেয়ে চেম্বার ভাঙচুর করেন শিশুর আত্মীয়রা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইঁট, ঢিল । ইঁটের আঘাতে এক পুলিশ আধিকারিক জখম হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।