Monday, November 10, 2025

ব্যস্ত রাস্তায় সরজেমিনে নজর! মুখ্যমন্ত্রীর নির্দেশে পথে পরিবহন মন্ত্রী

Date:

নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে জানিয়েছিলেন যাত্রী পরিষেবায় আরও মসৃণ করতে হবে পরিবহন ব্যবস্থাকে। পাশাপাশি বাড়াতে হবে সরকারি বাসের সংখ্যা। সেই নির্দেশ মতোই সোমবার শহরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পথে নামছেন খোদ পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।

সোমবার ব্যস্ত সময়ে বিভিন্ন হাসপাতাল চত্বর, ইএম বাইপাস, বিধান নগর, সল্টলেকে পরিবহন ব্যবস্থার হাল হকিকত খতিয়ে দেখবেন মন্ত্রী স্বয়ং। এরপর প্রয়োজনমতো বাড়ানো হবে পরিষেবা। এদিন পরিবহন মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এর আগেও সরকারি বাসের পরিষেবা বাড়ানো হয়েছে। যেখানে একটি বাস তিনবার যাতায়াত করতো সেখানে পরিষেবা বাড়িয়ে কোথাও চারবার আবার কোথাও পাঁচবার করা হয়েছে।

পরিবহন দফতরের তথ্য বলছে, এমনি সময় ৫৫০টি বাস প্রতি শিফটে চলে শহরজুড়ে। এরমধ্যে প্রত্যেকটি বাস কোনটি দুবার আবার কোনটি তিনবার করে পরিষেবা দেয়। বর্তমানে ৬৪০টি সরকারি বাস চলছে শহর জুড়ে। সে ক্ষেত্রে আরও ৮৯৮ বার করে অতিরিক্ত পরিষেবা দিচ্ছে বাসগুলি। এদিকে বাসের পরিষেবা বাড়লে স্বাভাবিকভাবেই চালক এবং কন্ডাক্টারের প্রয়োজন রয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব পেশ করা হয়েছে পরিবহন দফতরের তরফে। নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই খুব দ্রুত চালক ও কন্ডাক্টর নিয়োগ করা হবে।

আরও পড়ুন- বাংলার স্বাস্থ্য পরিষেবায় ১০ বছরে রেকর্ড় অগ্রগতি, বরাদ্দ দেড় লক্ষ কোটিতে উন্নয়নের জোয়ার

_

_

_

_

_

_

_

_

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version