Monday, November 10, 2025

সোশ্যাল মিডিয়ায় স্বচ্ছন্দ ছিল ‌কিশোরী।‌ বাবা-মায়ের ফোন থেকে সোশ্যাল মিডিয়া ঘাঁটত। সেখানেই একাধিক বন্ধুত্ব পাতিয়েছিল। সেই পাতানো বন্ধুর ডাকে সাড়া দিতে গিয়েই পড়ল বিপদে। ১০ বছরের কিশোরীকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ উঠল মাত্র ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে হোমে পাঠিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বল জানানো হয়েছে।

ঘটনাস্থল গুজরাটের আরাবল্লী জেলার ধানসুরা গ্রাম। সেখানে মঙ্গলবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। বাবা-মা এবং পরিবারের অন্যেরা কোথাও কিশোরীকে খুঁজে পাননি। এর পর পুলিশের দ্বারস্থ হন তারা। কিশোরীর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। প্রযুক্তির সাহায্যে কিশোরী এবং অভিযুক্তকে চিহ্নিত করা হয়।

অভিযুক্তের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে তার বাবা-মায়ের হাতের তুলে দেয় পুলিশ।তদন্তে জানা গিয়েছে, সারা দিন ফোন ঘাঁটত কিশোরী। তার মায়ের ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল সে। সেখানেই অভিযুক্তের সঙ্গে আলাপ হয়। দিনরাত ফোনে তার সঙ্গে গল্প করত ওই কিশোরী। সম্প্রতি ফোন করে কিশোরীকে নিজের বাড়িতে ডেকেছিল অভিযুক্ত। বাড়িতে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরী এবং তার নাবালিকা দিদি মিলে বাবা এবং মায়ের ফোনে অন্তত সাতটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল। তার মধ্যে দু’টি অ্যাকাউন্ট সক্রিয় ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version