দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা রেখে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রবিবার সাফ জানালেন, সুভাষচন্দ্র বোস থেকে প্রণব মুখোপাধ্যায় দল গঠন করেও সফল হননি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করে সফল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দল গঠন করেছিলেন বলেই আজ সিপিএমের পতন হয়েছে। কংগ্রেস নেতা প্রদীপদা যা বলেছেন তার দলের দিক থেকে বলেছেন। তিনি বর্ষীয়ান নেতা। বাংলার রাজনীতিতে একক দল গড়ে যে সফলতা পেয়েছে সেটা একমাত্র টিমসি।

শিল্পীদের নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণালের স্পষ্ট বক্তব্য, শিল্পীদের প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু প্রতিবাদের সীমা পার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আক্রমণ যারা করেছে তাদের তৃণমূল কংগ্রেসর অনুষ্ঠানে প্রবেশ নেই।

যেভাবে একের পর এক অনুপ্রবেশ ঘটছে, সে প্রসঙ্গে কুণাল বলেন, বিএসএফ তাদের কর্তব্য পালন করতে পারছে না। বাংলাদেশ সীমান্ত রক্ষা বিএসএফের দায়িত্ব। বিএসএফকে ব্যবহার করে কেউ ষড়যন্ত্র করছেন কিনা সেটাও দেখার বিষয়।

তার সাফ কথা, ত্রিপুরায় কেন অনুপ্রবেশকরী প্রবেশ করছে। আসাম থেকে জঙ্গি ঘাঁটি ধরা পড়ছে। আন্তর্জতিক সীমান্ত দেখার দায়িত্ব বিএসএফের। কেন্দ্রের দেখার কথা। বিহার থেকে অস্ত্র নিয়ে ঢুকলে বিহার পুলিশকে দেখতে হবে।


তৃণমূল কর্মী খুন প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্যকে তোপ দেগে কুণাল বলেন, শুভেন্দুই বলুন খুন হল কেন। পুলিশ এখানে ব্যাবস্থা নিচ্ছে। এই খুন উদ্বেগের । মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে।

সিপিএমের নাম না করে কুণাল স্পষ্ট জানান, যারা নিজেদের পার্টিকেই জেতাতে পারে না তারা আবার আগুন পাখির কথা বলে। পার্টিটা তো ডাইনোসোরাসের যুগে চলে গেছে। শুধু সোশ্যাল মিডিয়া দিয়ে পার্টি হয় না। ওদের অস্তিত্ব শুধুই ফেসবুকে।-

–

–

–

–
