এখনই অবসর নয় কোহলির, খেলবেন ২০২৭ পর্যন্ত : সূত্র

এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, টানা ব্যর্থ হলেও অবসর নিয়ে ভাবছেন না বিরাট।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না বিরাট কোহলি। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের পর, আর রান আসেনি বিরাটের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্টে কোহলির সংগ্রহ ১৯০ রান। আর এই রানের বহর দেখেই কোহলির টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ক্রিকেত বিশেষজ্ঞদের মতে টেস্ট কেরিয়ার শেষ বিরাটের। নেওয়া উচিত অবসর। আর এই আবহের মধ্যে এই নিয়ে এল বড় আপডেট। ভারতীয় দলের সূত্রের খবর, এখনই অবসর নেবেন না বিরাট। দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ২০২৭ পর্যন্ত। ঘনিষ্ঠ মহলে অবসরের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন কোহলি।

এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, টানা ব্যর্থ হলেও অবসর নিয়ে ভাবছেন না বিরাট। দেশের হয়ে অন্তত ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। খেলবেন টেস্টও। অর্থাৎ আরও দু’বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান কোহলি। তবে টানা ব্যর্থতার পর আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে বিরাটের সুযোগ পাওয়া অনেকটাই নির্ভর করতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সের উপর। এই নিয়ে ওই সংবাদসংস্থার রিপোর্টে এও বলা হয়েছে, বর্তমান ফর্মের বিচারে ইংল্যান্ড সিরিজে বিরাটকে দলে রাখা কঠিন হতে চলেছে নির্বাচকদের পক্ষে। নির্বাচকরা মনে করছেন, শুধু আইপিএলের ফর্মের উপর ভিত্তি করে আর টেস্ট দলে রাখা যাবে না কোহলিকে।

বেশ কয়েকমাস ধরেই চেনা ফর্মে দেখা যাচ্ছে না কোহলিকে। চলতি বর্ডার-গাভাস্কর ট্রফিতে একই ভুলে বার বার আউট হন তিনি। কোথায় অফ স্টাম্প আছে, তা যেন বুঝতেই পারছেন না বিরাট । পরের পর ম্যাচেই একই ভুল করেছেন।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া, পঞ্চম টেস্ট হেরে হতাশ বুমরাহ

—

 

—

 

—

 

—