মালদহ কাউন্সিলর খুনে মূল অভিযুক্ত চিহ্নিত, মাথার দাম ঘোষণা পুলিশের

অমিত রজক ও তার ভাই কৃষ্ণ নিজেদের বাড়ি বসে গোটা খুনের ব্লুপ্রিন্ট (blue print) তৈরি করেছিল। তাই এবার এই দুই অভিযুক্তকে ধরতে তৎপর মালদহ পুলিশ

দ্রুত মালদহের কাউন্সিলর দুলাল সরকার খুনের অপরাধীদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই গুলি চালানোয় অভিযুক্ত দুই সুপারি কিলার সহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই ঘটনার মূল অভিযুক্তদের নাম প্রকাশ্যে আমল পুলিশ। মালদহ জেলা পুলিশ সুপারের (SP, Malda) তরফে ছবি দিয়ে দুই অভিযুক্তের মাথার দাম ঘোষণা করা হল।

২ জানুয়ারি ইংরেজবাজারের ঝলঝলিয়ার কাছে তিন আততায়ীর গুলিতে নিহত হন কাউন্সিলর (councilor) দুলাল সরকার। ঘটনার পরই পুলিশকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিহারের বাসিন্দা সামি আখতার ও আবদুল গনি এবং ইংলিশবাজারের (Englishbajar) বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করা হয়। তাদের সূত্র ধরে গ্রেফতার হয় ইংরেজবাজারের বাসিন্দা অভিজিৎ ঘোষ ও অমিত রজক। এরপরই মূল অভিযুক্ত হিসাবে কৃষ্ণ রজক ও বাবলু যাদবের নাম পায় পুলিশ।

তদন্তে পুলিশের অনুমান, অমিত রজক ও তার ভাই কৃষ্ণ নিজেদের বাড়ি বসে গোটা খুনের ব্লুপ্রিন্ট (blue print) তৈরি করেছিল। তাই এবার এই দুই অভিযুক্তকে ধরতে তৎপর মালদহ পুলিশ। প্রত্যেকের মাথার দাম ২ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এই দুই অভিযুক্তের সন্ধান দিলে পুলিশ থেকে পুরস্কৃত করার ঘোষণা প্রকাশ্যে করা হল।