সেবাশ্রয় শুধু পরিসংখ্যান বৃদ্ধি নয়, এই কর্মসূচি মানুষের আত্মাকে ছুঁয়েছে। ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি শুরুর তিন দিনের মাথায় অবিশ্বাস্য সাড়া পাওয়ার পরেই এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তুলে ধরলেন এই বার্তা। বললেন, যাদের সত্যিকারেই চিকিৎসার প্রয়োজন, প্রকৃতপক্ষে তাদের দুয়ারেই পৌঁছেছে এই কর্মসূচি। তৃণমূলস্তরের মানুষের মনে বল জোগাবে এই উদ্যোগ। ডায়মন্ড হারবারবাসী এই কর্মসূচিতে যে আস্থা, ভরসা ও বিশ্বাস রেখেছেন, সেটাই আমাদের কাছে উৎসাহের বিষয়। আর একবার প্রমাণিত হল, প্রশাসনে মানুষই শেষ কথা।
Day 3 of #Sebaashray, and the numbers speak for themselves! Across 41 health camps in Diamond Harbour Assembly Constituency, 11,388 people received free, high-quality healthcare today. Out of these, 7,053 underwent diagnostic tests, 6,537 received essential medications, and 253… pic.twitter.com/UAZSr0ROjx
— Abhishek Banerjee (@abhishekaitc) January 4, 2025
এই উদ্যোগকে এলাকার মানুষ প্রাণ ভরে আশীর্বাদ করছেন। এক মহিলা ব্যয়বহুল আল্ট্রাসোনোগ্রাফি টেস্ট বিনামূল্যে করানোর পর বলেছেন, গরিব পরিবারের অনেক সীমাবদ্ধতা থাকে। চিকিৎসার খরচের কথা ভেবে ডাক্তারের কাছে যান না। এই শিবির সেই শূন্যতা পূরণ করছে। তিনি ধন্যবাদ জানিয়েছেন সাংসদকে। আর এক যুবক বলেছেন, গ্রামের মানুষের উপকার করেছে এই কর্মসূচি। আমরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছি। সাংসদকে ধন্যবাদ। এমন মানুষের জন্য আমরা গর্বিত। দলমত নির্বিশেষে এই শিবির থেকে মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে।
–
–
–
–
–
–
–
–
–
–