Monday, November 10, 2025

সিডনিতে টেস্ট হারতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা শেষ ভারতের

Date:

১০ বছর পর বর্ডার-গাভস্কর ট্রফি হাতছাড়া ভারতের। এদিন সিডনি টেস্টে ৬ উইকেটে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেল ভারতের। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে টীম ইন্ডিয়া। অপরদিকে ভারতকে পঞ্চম টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা জিইয়ে রাখতে হলে সিডনি টেস্ট অন্তত ড্র করতে হত ভারতকে। কিন্তু পঞ্চম টেস্টে হেরে যায় ভারত। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা শেষ টিম ইন্ডিয়ার। অন্য দিকে, দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসাবে জায়গা নিশ্চিত করে নিল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতায় ফাইনালে আগেই জায়গা পাকা করে ফেলেছেন টেম্বা বাভুমারা। ১১টি টেস্ট খেলে তাদের সাতটি জয়, একটি ড্র। সম্ভাব্য সর্বোচ্চ ১৩২ পয়েন্টের মধ্যে প্রোটিয়াদের সংগ্রহ ৮৮। শতাংশের হিসাবে ৬৬.৬৭।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। অজিরা ১৭টি টেস্ট খেলে ১১টিতে জয় পেয়েছেন, দু’টি ড্র করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ ২০৪ পয়েন্টের মধ্যে কামিন্সদের সংগ্রহ ১৩০। শতাংশের হিসাবে ৬৩.৭৩। এই পয়েন্ট শতাংশের হিসাবে শীর্ষে থাকা দু’দল ফাইনাল খেলার সুযোগ পায়। অপরদিকে তৃতীয় স্থানে ভারত । পয়েন্ট শতাংশ কমে গিয়েছে টিম ইন্ডিয়ার। ১৯টি টেস্ট খেলার পর রোহিতদের জয় ন’টিতে এবং ড্র দু’টি। সম্ভাব্য সর্বোচ্চ ২২৮ পয়েন্টের মধ্যে ভারতের সংগ্রহ ১১৪। শতাংশের হিসাবে ৫০। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া ভারতের, সিডনি টেস্টে অজিদের কাছে হারল ৬ উইকেটে

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version