Sunday, November 9, 2025

ফের সবুজ ঝড় পূর্ব মেদিনীপুরে! জোড়া সমবায়ে জয় তৃণমূলের

Date:

সবুজ ঝড় উঠল পূর্ব মেদিনীপুরে। আবারও জোড়া সমবায়ে বিজেপিকে পর্যুদস্ত করে বিপুল জয় ছিনিয়ে নিল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক সমবায় নির্বাচনে জয়ী হচ্ছে তৃণমূল। সেই তালিকায় সংযুক্ত হল চণ্ডীপুরের সরিপুর ও কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঘাপুর সমবায়।

রবিবার স্থানীয় সরিপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সবুজ-ঝড়ের পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন দলের নেতা-কর্মীরা। এই সমবায় সমিতির মোট আসন ৯টি। তার মধ্যে ৮টিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাকি একটি জিতেছে বিজেপি। এই বিপুল জয়ে জেলায় বাড়তি অক্সিজেন পাবে তৃণমূল। সমিতির মোট ভোটার ৫১৮ জন। ভোট পড়ে ৪৯৮টি। এদিন কাঁথির দেশপ্রাণ ব্লকের বাঘাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও বিপুল জয় পায় তৃণমূল। এই সমবায়ের মোট আসন সংখ্যা ৫৪টি। তৃণমূল ৪৭টি আসন দখল করেছে। বাকি সাতটি আসন পেয়েছে বিরোধীরা। এখানে বাম-রাম জোট করে তৃণমূলের বিপক্ষে হালে পানি পায়নি। সমবায়ের মোট ভোটার সংখ্যা ২৮৬২ জন। মোট ৮৫% ভোট পড়ে। নির্বাচনের ফল প্রকাশ হতেই সবুজ আবিরের মেতে ওঠেন কর্মী-সমর্থকেরা। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণকুমার জানা জানান, সাধারণ মানুষ বিজেপি থেকে মুখ সরিয়েছেন। তাই তৃণমূলকে দু’হাত ধরে ভোট দিয়েছেন। আগামী দিনে বিজেপি এই এলাকা থেকে শূন্য হয়ে যাবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অমিয় ভট্টাচার্য জানান, আগেও আমরা কন্টাই কো-অপারেটিভ ও তমলুক কৃষি সমবায় ব্যাঙ্কে বিপুল ভোটে জিতেছি। মানুষ সর্বক্ষেত্রেই তৃণমূলকে হাত ভরে ভোট দিচ্ছেন। বিধানসভা ভোটেও বিজেপি খড়কুটোর মতো উড়ে যাবে। নির্বাচনে জয়ের পর সবুজ আবির ও মিষ্টিমুখে মেতে স্থানীয় নেতা-কর্মীরা। চণ্ডীপুর ব্লক তৃণমূল সভাপতি সুনীল প্রধান জানান, মানুষ বারবার বুঝতে পারছেন তৃণমূল ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। তাই মানুষ আমাদের সঙ্গে রয়েছেন।

অন্যদিকে, উত্তরের বালুরঘাটে কাঞ্জিয়ালসি সমবায় সমিতি নির্বাচনে বিজেপি ধুয়ে-মুছে সাফ হয়ে গেল। ছয়টি আসনের ছয়টিতেই জয়ী হয়েছে তৃণমূল। মোট ভোটার ছিলেন প্রায় ৬৭৫ জন। রবিবার ফলাফল প্রকাশের পরই সবুজ আবির উড়িয়ে আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের হারের কারণ খুঁজে বার করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

_

_

_

_

_

_

_

_

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version