Monday, August 25, 2025

রাজনীতি শুধু ক্ষমতা দখলের নয়, রাজনীতি হল সেবার প্রতিশ্রুতিও। প্রতি পদক্ষেপে তার প্রমাণ রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। উন্নত স্বাস্থ্য পরিষেবার নিদর্শন রেখে তিনদিনে প্রায় ২৪ হাজার মানুষকে পরিষেবা দিয়েছেন সেবাশ্রয়ের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রবিবার ফের নতুন রেকর্ড তৈরি করল সেবাশ্রয়।

তৃতীয় দিনে স্বাস্থ্য পরীক্ষার সংখ্যা এক লাফে দ্বিগুণ হয়েছিল। সেই ধারা বজায় রেখে রবিবার চতুর্থ দিনেও বিগত দিনের তুলনায় বাড়ল পরিষেবা প্রদানের সংখ্যা। এদিন ডায়মন্ড হারবার বিধানসভা এলাকার ৪১টি শিবিরে উপস্থিতি ছিল ১৫,৭৮৫ জনের। ৮,৪৬৭ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। ওষুধ বিতরণ করা হয় ৮,১০৮ জনকে। ৩৬০ জনকে রেফার করা হয়েছে হাসপাতালে।

প্রথম চার দিনের উপস্থিতির সংখ্যায় নজর রাখলেই বোঝা যাবে উত্তরোত্তর বাড়ছে পরিষেবা। প্রথম তিন দিনে উপস্থিতি ছিল যথাক্রমে ৫৬৮৯, ৬৯৪৫ ও ১১৩৮৮ জন। স্বাস্থ্য পরীক্ষা হয় যথাক্রমে ৩৩৪০, ৪৩১২ ও ৭০৫৩ জনের। ওষুধ বিতরণ করা হয় ২৬০০, ৩৯৪২ ও ৬৫৩৭ জনকে। রেফার করা হয় যথাক্রমে ১৮১, ২৩৬ ও ২৫৩ জনকে। ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে মোট ৩০০টি শিবিরের আয়োজন করা হবে। এই ৩০০টি শিবির থেকে ৭১টি গ্রাম পঞ্চায়েত ও ৯৩টি ওয়ার্ডের প্রায় ২৩ লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন দলমত নির্বিশেষে। এদিন ৭০ বছর বয়সী হোসেন মল্লিক সেবাশ্রয় শিবিরে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হলে উপস্থিত স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে জরুরি চিকিৎসা দেন। অক্সিজেনস্তর ক্রমাগত কমতে থাকলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে রেফার করা হয়। জরুরি বিভাগের তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

আরও পড়ুন- আবহাওয়ার ফের মুড সুইং! দক্ষিণে বাড়বে তাপমাত্রা, উত্তরে বৃষ্টি

_

_

_

_

_

_

_

_

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version