Thursday, August 21, 2025

মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে যে চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তা প্রকৃতই মানুষের পাশে কীভাবে দাঁড়াচ্ছে চারদিন ধরে তা-ই প্রত্যক্ষ করছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষ। তাৎক্ষণিক চিকিৎসা থেকে বড় চিকিৎসায় পথ দেখাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে সেবাশ্রয়ের (Sebaashray) ৪১টি কেন্দ্র। রবিবারের উদাহরণ তুলে ধরে এভাবেই মানুষের পাশে থাকার বার্তা দিলেন অভিষেক।

সুস্বাস্থ্যের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল সেবাশ্রয়ের যাত্রা। চতুর্থ দিনে মানবিক উদ্যোগ নেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে। ৯ বছরের বালকের সাইনোটিক হার্ট ডিজিজ (Cyanotic Heart Disease) ধরা পড়েছিল। তার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হল। সার্জারির জন্য জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে রেফার করা হয় তাকে। এদিন শিবিরে আসেন স্ট্রোকে (cardiac arrest) আক্রান্ত ৭০ বছর বয়সী হোসেন মল্লিক। সেবাশ্রয়েই তাঁকে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। তারপর তাঁকে জরুরি চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেই ব্যবস্থাও করা হয় সেবাশ্রয় (Sebaashray) শিবির থেকে।

মানুষের পাশে দাঁড়ানোর চতুর্থদিনের প্রয়াসের উল্লেখ করে অভিষেক দাবি করেন, এটাই ডায়মন্ড হারবার মডেলের (Diamond Harbour model) কার্যকরী ভূমিকা। এমন একটি মডেল যেখানে ক্ষমতার জন্য রাজনীতি নয়, পরিষেবার প্রতিশ্রুতি রয়েছে। এখানে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি রয়েছে যাঁদের সেই সাহায্যের সবথেকে বেশি প্রয়োজন। যাঁরা অনেক সময়ই অলক্ষ্যে রয়ে যান তাঁদের এক উজ্জ্বল জীবনের আলোয় নিয়ে আসার প্রচেষ্টা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version