জয়গাঁ ধর্ষণকাণ্ড: তদন্তে তৎপর পুলিশ, চার্জ গঠন ৭৫ দিনের মধ্যেই

জয়গাঁতে নাবালিকা ‘ধর্ষণ’ কাণ্ডে চার্জ গঠন হল সোমবার। ঘটনার ঘটনার ৫২ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। ৭৫ দিনের মধ্যেই হল চার্জগঠন। পুলিশ যে তদন্তে তৎপর তা অই ঘটনা ফের প্রমাণ করল।

সোমবার চার্জ গঠনের খবর জানিয়েছিলেন মামলায় রাজ্য সরকারের নয়া আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবরঞ্জনবাবু বলেন, “জয়গাঁ ধর্ষণ কাণ্ডে সোমবার চার্জগঠন হবে। ইতিমধ্যেই এই মামলার চার্জশিট সহ অন্যান্য কাগজপত্র অভিযুক্তদের পরিবারকে দেওয়া হয়েছে। নির্যাতিতার পরিবারকেও সেটি জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর জয়গাঁতে সাত বছরের এক নাবালিকাকে বাড়ি থেকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তুলে নিয়ে গিয়ে নির্যতনের পর খুন করা হয়। ২২ অক্টোবর ঘটনার মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- ভয়ঙ্কর দুর্ঘটনা! বাগুইআটিতে অ্যাপ বাইকে ধাক্কা বাসের! মৃত চালক

_

_

_

_

_

_

_

_

_