Sunday, January 11, 2026

শিশুদের সাথে নতুন বছরের আনন্দে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

Date:

Share post:

চলতি বছর ৬ জানুয়ারি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নতুন বছর উদযাপন করল। প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শিশুদের নিয়ে আনন্দ ও উল্লাসের সঙ্গে এই অনুষ্ঠানটি করে থাকে। এই বছরও এই হেরিটেজ জুয়েলারি হাউস গুরুকুল শিশু নিবাসের শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ইংরাজি নববর্ষ উদযাপন করে। এই দিন শৈশবের আনন্দ মেখে শিশুরা নিজের মতো করে গান ও নাচ করে। তাদের সুপ্ত প্রতিভা তুলে ধরার জন্য এমনই একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। এরসঙ্গে শিশুরা যাতে অনেক আনন্দ উপভোগ করতে পারে তাই তাদের জন্য ছিল অনেক রকমের খেলা। এর উদ্দেশ্য ছিল শিশুদের এমন সুযোগ করে দেওয়া যাতে তারা মন থেকে আনন্দের সঙ্গে দিনটি কাটাতে পারে। শিশুদের জন্য নানা উপহারও রাখা হয়েছিল। তার মধ্যে ছিল পড়াশোনার সামগ্রী, খেলাধুলার সামগ্রী, তাদের পছন্দের ও পুষ্টির জোগান দেবে এমন কিছু খাবার, কেক এবং চকলেট। উদযাপনের শেষে ছিলো সবাই মিলে একসথে বসে আনন্দে পঙ্‌ক্তিভোজন।

এই ‘বর্ষ বরণ উৎসব’- এমন শিশুদের নিয়ে উদযাপন করা হয় যারা এই আনন্দ উদযাপনের মানে কী তা হয়তো জানে না। এদিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বামী গিরিজানন্দজি মহারাজ। সাথে ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা ও রূপক সাহা। স্বামী গিরিজানন্দজি মহারাজ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই বিশেষ উদ্যোগের জন্য আশীর্বাদ করেন এবং ভবিষ্যতে সমাজের ভালোর জন্য যে সব প্রকল্পের ভাবনা প্রতিষ্ঠানের রয়েছে তার জন্যও মঙ্গল কামনা করেন । শ্যাম সুন্দর কোং জুয়েলার্স – এর কর্ণধার রূপক সাহা বলেন, “আমরা এমন এক প্রতিষ্ঠান যারা জুয়েলারি শোরুমের চার দেওয়ালের বাইরে সবসময় কিছু করার প্রয়াস করি। সমাজের যে কোনো প্রয়োজনে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি ।”

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক কর্ণধার অর্পিতা সাহা বলেন “আমরা সর্বদা অসহায়, পরিত্যক্ত, আশ্রয়হীনI নারী ও শিশুদের উদ্ধারে সহায়তামূলক উদ্যোগের পাশে থাকার চেষ্টা করি । আনন্দে মন ভরে থাকা শিশুদের মুখে যে হাসি দেখা গেছে সেটাই বলে দিচ্ছে এই বছর আমাদের নতুন বছর উদযাপন তারা কতটা উপভোগ করেছে। আর সেখানেই আমরা খুজে পেয়েছি এই প্রয়াসের সার্থকতা । ”শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নববর্ষ উদযাপণের শেষ পর্বে ছিলো রাতে পথবাসীদের জন্য কম্বল ও শুকনো খাবার বিতরণ । এদিন এক আনন্দেভরা দিনের মধ্যে দিয়ে সত্যিকারের এক নববর্ষ উদযাপন করা হয় ।

আরও পড়ুন- লড়াই করেও হার লাল-হলুদের, বছরের প্রথম ম্যাচে মুম্বইয়ের কাছে ২-৩ গোলে হারল ইস্টবেঙ্গল

_

_

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

ফলতায় সেবাশ্রয়-২ শিবির পরিদর্শনে অভিষেক

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একমাসেরও বেশি সময় ধরে সেবাশ্রয়-২ স্বাস্থ্যশিবিরে উন্নত...

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই...

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...