Thursday, August 21, 2025

গা-ঢাকা হায়দ্রাবাদে! সাংবাদিক মুকেশ হত্যার মূল অপরাধী সুরেশ গ্রেফতার

Date:

পালিয়েও শেষরক্ষা হল না। দেশের সাংবাদিক সংগঠনগুলির প্রবল চাপের মুখে অত্যন্ত দ্রুততার সঙ্গে ছত্তিশগড়ের (Chhattisgarh) সাংবাদিক মুকেশ চন্দ্রকারের (Mukesh Chandrakar) হত্যায় মূল অভিযুক্ত সুরেশ চন্দ্রকারকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। রবিবার মধ্যরাতে হায়দ্রাবাদ (Hyderabad) থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে সুরেশের স্ত্রীকেও এই খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নতুন বছরের শুরুতেই নিখোঁজ হন ছত্তিশগড়ের ফ্রিল্যান্স সাংবাদিক (freelance journalist) মুকেশ চন্দ্রকার। প্রায় দুদিন পরে স্থানীয় রাস্তার কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হয় মুকেশের ক্ষতবিক্ষত দেহ। হাতের ট্যাটু (tattoo) দেখে সনাক্ত করা হয় তাঁকে। সেই থেকেই পলাতক সুরেশ চন্দ্রকার। প্রাথমিকভাবে সরকারি কাজের টেন্ডার পাওয়া সুরেশকে গ্রেফতারে তৎপরতা দেখা যায় না ছত্তিশগড় পুলিশ প্রশাসনের মধ্যে। তবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (Press Council of India) তরফ থেকে ছত্তিশগড়ের বিজেপি সরকারের উপর চাপ তৈরি করার পরে সিট (SIT) গঠন করে তদন্তে বাধ্য হয় বিষ্ণুদেও সাই (Vishnu Deo Sai) প্রশাসন।

সেই মতো নজরদারি চালানো হয় একাধিক সিসিটিভি ক্যামেরায়। শুরু হয় মোবাইল নেটওয়ার্ক খোঁজার কাজ। শেষ পর্যন্ত ২০০টি সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ (footage) পরপর জুড়ে নাগাল পাওয়া সম্ভব হয় কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের। সেই সঙ্গে নজরদারি চালানো হয় ৩০০টি ফোন নম্বরের (phone number) উপর। হায়দ্রাবাদে (Hyderabad) নিজের গাড়ির চালকের বাড়িতে গা ঢাকা দেয় সুরেশ। রবিবার মধ্যরাতে সেখান থেকে তাকে নিয়ে আসে ছত্তিশগড় পুলিশের সিটের সদস্যরা। ইতিমধ্যেই তার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version