Wednesday, November 12, 2025

গা-ঢাকা হায়দ্রাবাদে! সাংবাদিক মুকেশ হত্যার মূল অপরাধী সুরেশ গ্রেফতার

Date:

পালিয়েও শেষরক্ষা হল না। দেশের সাংবাদিক সংগঠনগুলির প্রবল চাপের মুখে অত্যন্ত দ্রুততার সঙ্গে ছত্তিশগড়ের (Chhattisgarh) সাংবাদিক মুকেশ চন্দ্রকারের (Mukesh Chandrakar) হত্যায় মূল অভিযুক্ত সুরেশ চন্দ্রকারকে গ্রেফতার করে ছত্তিশগড় পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। রবিবার মধ্যরাতে হায়দ্রাবাদ (Hyderabad) থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে সুরেশের স্ত্রীকেও এই খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নতুন বছরের শুরুতেই নিখোঁজ হন ছত্তিশগড়ের ফ্রিল্যান্স সাংবাদিক (freelance journalist) মুকেশ চন্দ্রকার। প্রায় দুদিন পরে স্থানীয় রাস্তার কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হয় মুকেশের ক্ষতবিক্ষত দেহ। হাতের ট্যাটু (tattoo) দেখে সনাক্ত করা হয় তাঁকে। সেই থেকেই পলাতক সুরেশ চন্দ্রকার। প্রাথমিকভাবে সরকারি কাজের টেন্ডার পাওয়া সুরেশকে গ্রেফতারে তৎপরতা দেখা যায় না ছত্তিশগড় পুলিশ প্রশাসনের মধ্যে। তবে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার (Press Council of India) তরফ থেকে ছত্তিশগড়ের বিজেপি সরকারের উপর চাপ তৈরি করার পরে সিট (SIT) গঠন করে তদন্তে বাধ্য হয় বিষ্ণুদেও সাই (Vishnu Deo Sai) প্রশাসন।

সেই মতো নজরদারি চালানো হয় একাধিক সিসিটিভি ক্যামেরায়। শুরু হয় মোবাইল নেটওয়ার্ক খোঁজার কাজ। শেষ পর্যন্ত ২০০টি সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ (footage) পরপর জুড়ে নাগাল পাওয়া সম্ভব হয় কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের। সেই সঙ্গে নজরদারি চালানো হয় ৩০০টি ফোন নম্বরের (phone number) উপর। হায়দ্রাবাদে (Hyderabad) নিজের গাড়ির চালকের বাড়িতে গা ঢাকা দেয় সুরেশ। রবিবার মধ্যরাতে সেখান থেকে তাকে নিয়ে আসে ছত্তিশগড় পুলিশের সিটের সদস্যরা। ইতিমধ্যেই তার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version