Sunday, August 24, 2025

কমসংখ্যক পড়ুয়ার স্কুলগুলিকে শীঘ্রই সংযুক্ত করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

ইতিমধ্যেই কোন স্কুলে পড়ুয়াপিছু কতজন শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তার হিসেব চেয়ে পাঠিয়েছে বিকাশ ভবন। সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পড়ুয়া কম রয়েছে এমন এমন স্কুলগুলোকে সংযুক্ত করে দেওয়া হবে। সোমবার চেতলা বয়েজ স্কুলের ইংরেজি মাধ্যমের উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

দেখা গিয়েছে মাধ্যমিক স্তরে ৭ শতাংশ ড্রপ আউটের সংখ্যা বেড়েছে। এ বিষয়টি স্বীকার করে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সম্পূর্ণ পিটিআর রিপোর্ট হাতে এলে বোঝা যাবে। ইতিমধ্যেই চেতলার দুটি স্কুলকে সংযুক্ত করার কথা বলা হয়েছে। এরকম বহু স্কুলকে যেখানে পড়ুয়ার সংখ্যা কম তাদের সংযুক্ত করে দেওয়া হবে। ড্রপ আউট কেন হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে শিক্ষামন্ত্রী দাবি করে বলেন, কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল দশম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল থাকায় পড়ুয়ারা ক্লাস এইটের পর থেকে আর স্কুলে আসতে চাইছে না। বেশিরভাগ ক্ষেত্রে গরিব পরিবারে এই ধরনের ঘটনা ঘটছে। তবে পিটিআর রিপোর্ট হাতে না এলে কোন স্কুলে কেমন পরিসংখ্যান তা বোঝা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

খ্যাতনামা স্কুল চেতলা বয়েজ স্কুল একেবারে সেজে উঠেছে নতুন মোড়কে। প্রথম শ্রেণি থেকে একেবারে দ্বাদশ শ্রেণি পুরোটাই ইংরেজি মাধ্যমে রূপান্তরিত হল। এই নতুন মাধ্যম চালু করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মেয়র ফিরহাদ হাকিম । উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরাও এখন এই স্কুলে নিখরচায় ইংরেজি মাধ্যমে পড়তে পারবে। স্কুলের গোটা ভবনটি নতুন করে রং করে ঝাঁ চকচকে করা হয়েছে ৷ প্রতিটি ক্লাসঘরে থাকছে এসি, কাঁচের জানলা, আধুনিক মানের লোহার টেবিল-চেয়ার, আছে ইলেকট্রনিক্স স্মার্ট বোর্ড । শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, দীর্ঘ বছর ধরে একটা চিন্তাধারা চলে আসত ৷ তা হল বাংলা বনাম ইংরেজি । মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই ভাবনাচিন্তায় বদলে এসেছে, ‘বনাম’-এর পরিবর্তে হয়েছে ‘এবং’। এই স্কুলে এখন বাংলা মাধ্যমে পড়ানো হবে পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পড়ানো হবে ।

আরও পড়ুন- দানের ২৫ শতাংশ টাকায় মন্দিরটা কংক্রিটের করে দেন! মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া কপিলমুনির আশ্রমে

_

_

_

_

_

_

_

_

 

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...