অর্জুন পুত্র পবন সিংকে ভবানী ভবনে তলব সিআইডির 

বিজেপি বিধায়কের দাবি, সোমবার মাঝরাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তিনি বাড়িতে ছিলেন না। নিরাপত্তারক্ষীর হাতে নোটিশ দিয়ে যায় পুলিশ। সেটা নিতে অস্বীকার করলে দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।

0
1

অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে বুধবার ভবানী ভবনে হাজির থাকতে বলা হয়েছে। অন্য একটি মামলায় নোটিশ পাঠানো হয়েছে তাকে।এদিকে বাবা অর্জুন সিংয়ের মতোই ছেলে বিধায়ক পবনের দাবি, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ২০২০ সালে ভাটপাড়া পুরসভার টেন্ডার পাশ করা নিয়ে মোটা অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ওই মামলার তদন্ত করছে পুলিশ। তাই বারবার অর্জুন সিংকে তলব করে সিআইডি। এবার অর্জুন–পুত্র পবন সিংকে একটি ব্যবসায়িক মামলায় ডেকে পাঠাল সিআইডি। বিজেপি বিধায়কের দাবি, সোমবার মাঝরাতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তিনি বাড়িতে ছিলেন না। নিরাপত্তারক্ষীর হাতে নোটিশ দিয়ে যায় পুলিশ। সেটা নিতে অস্বীকার করলে দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।

এই নোটিশ প্রসঙ্গে পবন সিংয়ের বক্তব্য, ‘২০১৯ সালেও আমায় তলব করা হয়েছিল। তখন আমি আমার বক্তব্য জানিয়েছিলাম। আবার আমাকে ডেকে পাঠিয়েছে সিআইডি। আমি যাব। আমরা রাজ্যে বিরোধী দল করি। তাই এই কেস সম্পর্কে আমার কোনও যোগ না থাকলেও পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমাকে নিয়ে পুলিশ এসব করছে। হয়তো আমাকেও মিথ্যেভাবে জেলে ভরা হতে পারে। আমি সবদিক থেকে প্রস্তুত।