জিনাত জুজু কাটিয়ে উঠছে না উঠতেই ফের বাঘের আতঙ্ক বাংলায়(fear of tiger)। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় রাত থেকে বাঘের গর্জনে ঘুম উড়ল বাসিন্দাদের। সোমের পর মঙ্গলেও স্পষ্ট বাঘের পায়ের টাটকা ছাপ। সুন্দরবনের জঙ্গল ছেড়ে বাঘ লোকালয়ে চলে আসায় নড়েচড়ে বসেছে বন দফতর (Forest Department)। নতুন করে ফেন্সিং করার কাজ শুরু হয়েছে।

একদিকে পুরুলিয়া ঘেঁষা ঝাড়খণ্ডের জঙ্গলে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাফেরা করছে। গলায় রেডিও কলার না থাকায় বাঘ বাবাজির মতিগতি বোঝা দায়। তার উপর আবার কুলতলির মৈপীঠের বৈকুন্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় জঙ্গল লাগোয়া গ্রামের আশেপাশে বাঘ ঘুরছে। প্রাণীটি মাতলা নদী সংযোগরক্ষাকারী ওরিয়ন খাঁড়ি পেরিয়ে কিশোরীমোহনপুরে এসেছে বলে অনুমান বন দফতরের ইতিমধ্যেই খাঁচা পাতার কাজ শুরু হয়েছে।

–

–

–
–

–

–

–

–

