Wednesday, December 3, 2025

অস্কারে ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি, ‘বেস্ট পিকচার ক্যাটাগরি’তে বাংলার ‘পুতুল’!

Date:

Share post:

ইতিহাস গড়ে ফেলল বাংলার ‘পুতুল’ (Putul)। অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ বিভাগে এই প্রথম জায়গা করে নিল বাংলার কোনও সিনেমা। উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) ধন্যবাদ জানিয়েছেন অস্কার (OSCAR) পুরস্কারের সিলেকশন কমিটিকে। মঙ্গলবার সকালে ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম। এর আগে ইমন চক্রবর্তীর একটি গান প্রাথমিকে নমিনেশন পেলেও তা চূড়ান্ত ক্যাটাগরিতে জায়গা করতে পারেনি। তাতে মন ভেঙেছিল বাঙালির। কিন্তু এবার সেই সিনেমার হাত ধরেই ফের নজির গড়ার স্বপ্ন দেখা শুরু।

এদিন সকালে যখন কলকাতায় ভূমিকম্পের খবর শিরোনামে জায়গা করে নিয়েছে ঠিক তখনই ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের জীবনে ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা। পরিচালক ভাবতেই পারেননি অস্কার কমিটির ই-মেইল পেয়ে তার ‘মঙ্গল’ময় দিন শুরু হতে চলেছে। অভিনেত্রী মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ তৈরি করেছেন ইন্দিরা। মিউজিক সায়ন গঙ্গোপাধ্যায়ের, সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।পরিচালকের কথায়, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমির ওয়েবসাইটে সেটা বেরিয়েছে, এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল।” সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে বাংলার ‘পুতুল’-এর স্থান পাওয়া নিয়ে উচ্ছ্বসিত টলিউড থেকে শুরু করে সিনেপ্রেমী- বিশেষজ্ঞ প্রত্যেকেই।

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...