Tuesday, December 23, 2025

অস্কারে ইন্দিরা ধর মুখোপাধ্যায় ছবি, ‘বেস্ট পিকচার ক্যাটাগরি’তে বাংলার ‘পুতুল’!

Date:

Share post:

ইতিহাস গড়ে ফেলল বাংলার ‘পুতুল’ (Putul)। অস্কারের দৌড়ে ‘সেরা ছবি’ বিভাগে এই প্রথম জায়গা করে নিল বাংলার কোনও সিনেমা। উচ্ছ্বসিত পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় (Indira Dhar Mukherjee) ধন্যবাদ জানিয়েছেন অস্কার (OSCAR) পুরস্কারের সিলেকশন কমিটিকে। মঙ্গলবার সকালে ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম। এর আগে ইমন চক্রবর্তীর একটি গান প্রাথমিকে নমিনেশন পেলেও তা চূড়ান্ত ক্যাটাগরিতে জায়গা করতে পারেনি। তাতে মন ভেঙেছিল বাঙালির। কিন্তু এবার সেই সিনেমার হাত ধরেই ফের নজির গড়ার স্বপ্ন দেখা শুরু।

এদিন সকালে যখন কলকাতায় ভূমিকম্পের খবর শিরোনামে জায়গা করে নিয়েছে ঠিক তখনই ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের জীবনে ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা। পরিচালক ভাবতেই পারেননি অস্কার কমিটির ই-মেইল পেয়ে তার ‘মঙ্গল’ময় দিন শুরু হতে চলেছে। অভিনেত্রী মুমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়দের নিয়ে ‘পুতুল’ তৈরি করেছেন ইন্দিরা। মিউজিক সায়ন গঙ্গোপাধ্যায়ের, সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র।পরিচালকের কথায়, “আমার ছবি, আমার কাজ, আমার পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। সেরা ছবির ক্যাটাগোরিতে সিলেক্ট করা হয়েছে প্রতিযোগিতার জন্য। অ্যাকাডেমির ওয়েবসাইটে সেটা বেরিয়েছে, এটা সবথেকে বড় ভ্যালিডেশন। আমি খুব খুশি, খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটাগরিতে সিলেকশন পেল।” সারা বিশ্বের সেরা দুশো সিনেমার মধ্যে বাংলার ‘পুতুল’-এর স্থান পাওয়া নিয়ে উচ্ছ্বসিত টলিউড থেকে শুরু করে সিনেপ্রেমী- বিশেষজ্ঞ প্রত্যেকেই।

 

spot_img

Related articles

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের বাড়ির জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর নিজস্ব ছাদ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার (West...

প্রত্যন্ত এলাকার মানুষকে শুনানির নোটিশ! হয়রানির প্রতিবাদে কমিশনে তৃণমূল

দ্বীপ এলাকার বাসিন্দাদের নির্বাচন কমিশনের শুনানির জন্য হাজির হতে হবে সরকারি দফতরে। তাও সেটা খুবই সামান্য নামের বানানের...

সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের

সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় দোষী ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা...

ফের সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ-অশান্তি

ফের বিএলওদের বিক্ষোভে (BLO Protest) ধুন্ধুমার কাণ্ড সিইও দফতরের (CEO Department) সামনে। পুলিশের ব্যারিকেড ভাঙার অপরাধে আটক ৭...