Sunday, May 4, 2025

প্লাস্টিক-মুক্ত গঙ্গাসাগর মেলা: নির্দেশ মুখ্যমন্ত্রীর, নেতিবাচক বার্তা না ছড়ানোর সতর্কতা

Date:

গঙ্গাসাগর মেলা হবে প্লাস্টিক-মুক্ত। দেওয়া হবে বায়ো ডিগ্রেডেবল ব্যাগ। মঙ্গলবার, গঙ্গাসাগর থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, গঙ্গাসাগর মেলা নিয়ে যেন কোনও নেতিবাচক বার্তা না যায়।

এদিন, গঙ্গাসাগরে (Gangasagar) বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবার গঙ্গাসাগর মেলা হবে ৮ থেকে ১৭ জানুয়ারি। পুণ্যস্নানের সময়সূচিও জানান মমতা।
মকর সংক্রান্তির পুণ্যস্নান ১৪ জানুয়ারি সকাল ৬.৫৮ থেকে ১৫ জানুয়ারি সকাল ৬.৫৮ পর্যন্ত চলবে

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, এবার প্লাস্টিক-মুক্ত গঙ্গাসাগর মেলা হবে। দেওয়া হবে বায়ো ডিগ্রেডেবল ব্যাগ। গঙ্গাসাগর মেলা নিয়ে উস্কানি ছড়ানো হতে পারে বলে সকলকে সতর্ক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “অনেকে ছোট একটা খবর তৈরি করে দিয়ে উস্কানি দিতে পারে। যদি আপনারা দেখেন কোথাও কোনও সমস্যা আছে তাহলে প্রশাসনের নজরে নিয়ে আসুন। বিষয়টি নজরে আসলেই তার সমাধান হতে পারে।“

মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, “গঙ্গাসাগর মেলা সারা বিশ্বের কাছে বৈশিষ্ট্যপূর্ণ। এই মেলায় যাতে কোনওরকম নেগেটিভ ন্যারেটিভ না হয় এটা সকলকে খেয়াল রাখতে হবে।“

সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্যে রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের কাজ ভাগ করে দেন মুখ্যমন্ত্রী। বাবুঘাটে অতীন ঘোষ, দেবাশিস কুমার, লট ৮-এ ফিরহাদ হাকিম, মন্টুরাম পাখিরা, দিলীপ মণ্ডল, নীলিমা মিস্ত্রি বিশাল, যোগরঞ্জন হালদার, বাপি হালদার, কচুবেড়িয়ায় সুজিত বসু, মণীশ গুপ্ত, মানস ভুঁইয়া, গিয়াসউদ্দিন মোল্লা, রথীন ঘোষ, মেলায় অরূপ বিশ্বাস, পুলক রায়, বঙ্কিম হাজরা, স্নেহাশিস চক্রবর্তী, শুভাশিস চক্রবর্তী।

পুলিশ-প্রশাসনের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, সেবামূলক কাজে স্থানীয় যুবক-যুবতীদের গুরুত্ব দিতে হবে। যাঁরা উৎসাহী তাঁদের মেলার কাজে নেওয়ার কথা বলেন তিনি। দুর্ঘটনা এড়াতে বিভিন্ন রাস্তায় যানের গতি নিয়ন্ত্রণের নির্দেশ দেন মমতা। বড়বাজার থেকে তারাতলা, মাঝেরহাটে – প্রত্যেক জায়গায় ৪০এর বেশি গাড়ির গতি থাকবে না বলে জানান তিনি।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version