Monday, November 3, 2025

রাজ্যে সেরা বিশ্ববিদ্যালয়, উৎকর্ষ বাংলায় ১০ লক্ষ চাকরি: তরুণদের বাংলায় ফিরে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

বাংলায় রয়েছে সেরা বিশ্ববিদ্যালয়। কাজের সুযোগ রয়েছে। উৎকর্ষ বাংলা থেকে ১০ লক্ষ পড়ুয়ার চাকরি হয়েছে। সেই কারণে বাংলার বাইরে গেলেও ফিরে আসুন। বুধবার ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্ট উইকের (Student’s Week) সমাপ্তি অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে এই বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, রাজ্যে বিনিয়োগ করছে বড় কোম্পানি। বাড়ছে কাজের সুযোগ। সেই কারণে বাইরে পড়তে গেলেও ছাত্র-যুবদের বাংলায় ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন , ধনধান্য়ের অনুষ্ঠানে সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। জানান পড়ুয়াদের জন্য কী কী নতুন প্রকল্প এনেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, “কলকাতাতে এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। যেগুলি টপ অফ দ্য টপের মধ্যে রয়েছে। আমরা এখন ৫০০ টা আইটিআই, পলিটেকনিক তৈরি করেছি। যেখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়।“

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “উৎকর্ষ বাংলা করেছি। ইন্ড্রাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। কোনও সংস্থা যদি লোক চায় তাহলে তাঁরা উৎকর্ষ বাংলা থেকে নিতে পারে। ৪৭ লক্ষ ছেলেমেয়ে এখান থেকে ট্রেনিং পেয়েছে। তার মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়েছে।“

মুখ্যমন্ত্রী বার্তা দেন, ভিনরাজ্যে বা বিদেশে যাঁরা কাজের জন্য গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। তিনি জানান, তথ্য প্রযুক্তিতে খুবই উন্নতি করেছে বাংলা। ইনফোসিস একাধিক অফিস খুলেছে। তাদের পরের কাজও ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে। শ্যাম স্টিল নতুন কারখানা করছে। অনেক নতুন বিনিয়োগ হচ্ছে। নব প্রজন্মকে মুখ্যমন্ত্রীর বার্তায়, বাংলায় ফিরে এসে বাংলায় কাজ করুন।

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version