Saturday, November 29, 2025

পরের বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন নেইমার

Date:

Share post:

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ বিশ্বকাপ নেইমার জুনিয়রের। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন নেইমার নিজেই। পাশাপাশি নেইমার লিওনেল মেসি, লুই সুয়ারেসের সঙ্গে এক ক্লাবে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। একসময় মেসি, নেইমার এবং সুয়ারেজের যুগলবন্দি দাপিয়ে বেরিয়েছিল ইউরোপের ফুটবলে। তারপর তিনজনের পথ আলাদা হয়েছে।

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, “ আমি চেষ্টা করব। আমেরিকায় দলের সঙ্গে যেতে চাই। জাতীয় দলে ফেরার জন্য যাবতীয় চেষ্টা করব। ওটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। শেষ সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে চাই না। বিশ্বকাপ খেলার জন্য আপ্রাণ চেষ্টা করব।“

এদিকে মেসি-সুয়ারেজের সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করে নেইমার বলেন, “ মেসি আর সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে। ওরা আমার বন্ধু। এখনও আমরা কথা বলি। আমাদের তিনজনের জুটিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করাই যায়। যদিও আমি আল-হিলালে এখন ভালোই আছি। কিন্তু ফুটবল মানেই তো চমক। ভবিষ্যতে কী হয় কে বলতে পারে। “ এখানেই না থেমে নেইমার আরও বলেন, “ আমার পিএসজি ছাড়ার খবর যখন প্রকাশ্যে আসে, তখন আমেরিকার দলবদলের বাজার বন্ধ হয়ে গিয়েছিল। ফলে আমার কাছে ইন্টার মায়ামিতে যাওয়ার আর কোনও সুযোগ ছিল না। সৌদির যে পরিকল্পনা ছিল, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই জন্য আমি সৌদি প্রো লিগে খেলার সুযোগ বেছে নেই। “

পিএসজি থেকে ২০২৩ সালে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। তবে যোগ দেওয়ার পর থেকে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। অস্ত্রোপচারের কারণে বেশির ভাগ সময়টাই থাকতে হয়েছে মাঠের বাইরে। এ বছরের জুন পর্যন্ত আল হিলালের সঙ্গে চুক্তি রয়েছে নেইমারের।

আরও পড়ুন- জল্পনার অবসান, ঘোষিত আইএসএল-এর ফিরতি ডার্বির ভেন্যু, কোথায় হচ্ছে বড় ম্যাচ ?

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...