Tuesday, November 4, 2025

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও ভোপাল সেন্ট্রাল জেলের ভিতর মিলল চাইনিজ ড্রোন

Date:

Share post:

গেরুয়া রাজ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ তোয়াক্কা না করেই চিনা ড্রোন ঢুকে গেল জেল পরিসরের মধ্যে। ভোপাল সেন্ট্রাল জেলের ভিতর ‘মেড ইন চায়না’ ড্রোন নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা, এই ড্রোন উড়িয়েছে, কোথা থেকে এল এই ড্রোন, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এই ড্রোন উদ্ধারে খোদ কেন্দ্রের সরকারের রাজ্যে নিরাপত্তা ও চিনের মতলব নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিজেপি রাজ্য মধ্যপ্রদেশের ভোপাল সেন্ট্রাল জেল দেশের অন্যতম একটি হাই-সিকিউরিটি জেল। এখানে নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (SIMI) ৩২ জন সহ ৬৯ জঙ্গি কঠোর নিরাপত্তায় আছে। এমন একটি দুর্ভেদ্য জেলে কীভাবে চিনের তৈরি ড্রোন ঢুকে পড়ল, সেই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। কালো রঙের এই ড্রোনটিতে ক্যামেরা লাগানো ছিল। ব্যাটারিও চার্জড ছিল। সূত্রের খবর, জেলের বি ব্লকের কাছে একটি দোতলা বাড়ি নির্মীয়মান অবস্থায় আছে। বুধবার অর্থাৎ গতকাল বিকেল সাড়ে ৩টে নাগাদ হনুমান মন্দিরের পিছনে একটি ড্রোন উড়ে এসে পড়ে। ডিউটিতে থাকা এক জেলরক্ষী ড্রোনটি দেখতে পেয়ে বাকিদের ডাকে। দেখা যায়, ৩০-৪০ গ্রামের এই ড্রোনের ব্যাটারিটি চার্জ দেওয়া ছিল।

আশ্চর্যের বিষয়, এমন অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোনকে জেল কর্তৃপক্ষ বাচ্চা ছেলের বলে সাফাই দিয়েছে। ১৫১ একর জায়গা জুড়ে ভোপাল সেন্ট্রাল জেলে প্রায় ২,৬০০ জন থাকার মতো ঘর আছে। কিন্তু,আনুমানিক ৩,৬০০ জন বন্দি আছে। রয়েছে ২৩ জন সিমি সদস্য, ২১ জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, ১৭ জন হিজব-উত-তাহরির, ৪ আইসিস এবং ৪ জন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ-এর জঙ্গি এখনও আছে। ২০০৮ সালের আমেদাবাদ বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামিও এই জেলে বন্দি রয়েছে। স্বাভাবিকভাবেই এদের উপস্থিতিতে ড্রোন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...