Monday, August 25, 2025

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও ভোপাল সেন্ট্রাল জেলের ভিতর মিলল চাইনিজ ড্রোন

Date:

গেরুয়া রাজ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ তোয়াক্কা না করেই চিনা ড্রোন ঢুকে গেল জেল পরিসরের মধ্যে। ভোপাল সেন্ট্রাল জেলের ভিতর ‘মেড ইন চায়না’ ড্রোন নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা, এই ড্রোন উড়িয়েছে, কোথা থেকে এল এই ড্রোন, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এই ড্রোন উদ্ধারে খোদ কেন্দ্রের সরকারের রাজ্যে নিরাপত্তা ও চিনের মতলব নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে এই সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিজেপি রাজ্য মধ্যপ্রদেশের ভোপাল সেন্ট্রাল জেল দেশের অন্যতম একটি হাই-সিকিউরিটি জেল। এখানে নিষিদ্ধ সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার (SIMI) ৩২ জন সহ ৬৯ জঙ্গি কঠোর নিরাপত্তায় আছে। এমন একটি দুর্ভেদ্য জেলে কীভাবে চিনের তৈরি ড্রোন ঢুকে পড়ল, সেই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। কালো রঙের এই ড্রোনটিতে ক্যামেরা লাগানো ছিল। ব্যাটারিও চার্জড ছিল। সূত্রের খবর, জেলের বি ব্লকের কাছে একটি দোতলা বাড়ি নির্মীয়মান অবস্থায় আছে। বুধবার অর্থাৎ গতকাল বিকেল সাড়ে ৩টে নাগাদ হনুমান মন্দিরের পিছনে একটি ড্রোন উড়ে এসে পড়ে। ডিউটিতে থাকা এক জেলরক্ষী ড্রোনটি দেখতে পেয়ে বাকিদের ডাকে। দেখা যায়, ৩০-৪০ গ্রামের এই ড্রোনের ব্যাটারিটি চার্জ দেওয়া ছিল।

আশ্চর্যের বিষয়, এমন অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোনকে জেল কর্তৃপক্ষ বাচ্চা ছেলের বলে সাফাই দিয়েছে। ১৫১ একর জায়গা জুড়ে ভোপাল সেন্ট্রাল জেলে প্রায় ২,৬০০ জন থাকার মতো ঘর আছে। কিন্তু,আনুমানিক ৩,৬০০ জন বন্দি আছে। রয়েছে ২৩ জন সিমি সদস্য, ২১ জন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, ১৭ জন হিজব-উত-তাহরির, ৪ আইসিস এবং ৪ জন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ-এর জঙ্গি এখনও আছে। ২০০৮ সালের আমেদাবাদ বিস্ফোরণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামিও এই জেলে বন্দি রয়েছে। স্বাভাবিকভাবেই এদের উপস্থিতিতে ড্রোন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version