Saturday, May 3, 2025

চাহালের দাম্পত্য ভাঙার নেপথ্যে কি সত্যিই প্রতীক, ইনস্টাতে জবাব বিতর্কিত কোরিওগ্রাফারের

Date:

নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে কোরিওগ্রাফার প্রতীক উটেকরের সম্পর্কের কথা এখন ট্রেন্ডিং। তবে সেটার নেপথ্যে রয়েছে অসংখ্য হেট কমেন্টস। সৌজন্যে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) স্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি। কিন্তু নেগেটিভ পাবলিসিটি হলেও শিরোনামে প্রতীক (Pratik Utekar)। তারকা-পত্নীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কারণেই ভারতীয় ক্রিকেটারের ঘর ভাঙছে বলে খবর ছড়িয়েছে সর্বত্র। এতদিন চুপচাপ থাকার পর এবার নীরবতা ভাঙলেন কোরিওগ্রাফার। নিন্দুকের মুখে ছাই দিয়ে নিজের স্পষ্ট জবাব বিবৃতির আকারে প্রকাশ করলেন ইনস্টাগ্রামে।

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার (Dhanashree Verma) মধ্যে বিবাহবিচ্ছেদের গুঞ্জন থামার কোনও লক্ষণ নেই। প্রতীকের (Pratik Utekar) দাবি তারকাপত্নীর সঙ্গে তাঁর প্রেম নেই। কর্মসূত্রে দুজনের আলাপ এবং বন্ধুত্ব। এর বাইরে অন্য কিছু নেই। ধনশ্রী নিজেও বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যে তিনি বিশ্বাস করেন সত্যিটাএকদিন সকলের সামনে উন্মোচিত হবে। এবার কারও না উল্লেখ না করে প্রতীক ইনস্টাগ্রামে লিখলেন, “এই পৃথিবী নানা ধরনের গল্প তৈরিতে ওস্তাদ। কমেন্ট বক্স ও ডিএমে সেই গল্পই ঘুরে বেড়াচ্ছে। কী ভিত্তি সেই গল্পের? শুধু একটা ছবি?” অর্থাৎ গুজবের কোনও সত্যতা নেই বলেই নিজের পোস্টে বোঝাতে চেয়েছেন শিল্পী। কিন্তু চাহালের অনুরাগীরা তা মানছেন কি, এখন সেটাই দেখার। তবে সূত্রের খবর, আগামী রবিবার নাকি যুজবেন্দ্র বিগ বস সিজন à§§à§®-তে যোগ দিতে চলেছেন (Yuzvendra Chahal in Big Boss 18)। এরপর থেকেই শুরু হয়েছে ফিসফাস। ডিভোর্সের গুঞ্জন পুরোটাই কি গিমিক? জাতীয় দলে সুযোগ না পেয়ে বিগবসের ঘরে নিজের ভাগ্য যাচাই করার আগে খবরে ভেসে থাকতে কি এত কাণ্ড? এই প্রশ্নে নীরব চাহাল-ফ্যানেরাও।

 

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version